/indian-express-bangla/media/media_files/2025/01/27/4HbmRdaKQ80gSBk6Hg7I.jpg)
Bangladesh Premiere League: বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় কেলেঙ্কারি (টুইটার)
Bangladesh Premiere League: টাকা মেলেনি। তাই মাঠে নামতে অস্বীকার করল দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। বিপিএল-এর কেলেঙ্কারি সেই সঙ্গেই তুমুল শোরগোল ফেলল। বিপিএলের ম্যাচ শুরুর আগেই দল ঘোষণার সময় ক্যাপ্টেন তাসকিন আহমেদ বলে দেন, স্থানীয়দের নিয়ে প্ৰথম একাদশ সাজানো হচ্ছে। কোনও বিদেশি খেলবেন না এই ম্যাচে।
এমনিতে বিপিএলের নিয়ম রয়েছে অন্তত দুজন বিদেশিকে দিয়ে প্ৰথম একাদশ সাজাতে হবে। তবে রাজশাহীর এই বিদেশিহীন দলগঠন কিছুক্ষণ পরেই অনুমোদন করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা এর আগে অনুশীলন বয়কট করেছিলেন বেতন না পেয়ে।
নিয়ম রয়েছে, টুর্নামেন্ট চলাকালীন বেতনের ৭৫ শতাংশ মেটাতে হবে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ক্রিকেটারদের মাত্র এক চতুর্থাংশ মেটানো হয়েছে। রাজশাহীর মালিক রহমান বিপদে পড়েছেন হোটেল নিয়েও। হোটেলের বিলও বকেয়া রয়ে গিয়েছে। টিভি রিপোর্টে দেখানো হয়েছে, তিনি যাতে পালিয়ে না যেতে পারেন, সেই জন্য হোটেল রুমের বাইরে একজন নিরাপত্তাকর্মীকে মোতায়েন রেখেছে হোটেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে তিনি যে গাড়ি ব্যবহার করছেন, সেই গাড়ির চাবিও ছিনিয়ে নেওয়া হয়েছে।
রবিবার রাজশাহীর ম্যাচ চলাকালীন বিদেশি ক্রিকেটাররা সকলেই ঢাকার হোটেলে রইলেন। রাজশাহী বিদেশি ক্রিকেটার হিসেবে এবার নিয়েছে জিম্বাবোয়ের রায়ান বার্ল, মহম্মদ হ্যারিস, মার্ক দেয়াল, মিগুয়েল কামিন্স, আফতাব আলম, লাহিরু সমরিকুনদের। দলের হয়ে সর্বোচ্চ রান এবং উইকেট সংগ্রাহক হিসাবে শীর্ষ তিনে রয়েছেন রায়ান বার্ল।
বিদেশিদের ছাড়াই রাজশাহী রবিবার জয় পেল রংপুর রাইডার্স-এর বিপক্ষে। শেষ ওভারে রংপুরের জয়ের জন্য দরকার ছিল ২৫ রান । মহম্মদ সাইফুদ্দিন প্রায় জিতিয়ে দিয়েছিলেন রাইডার্সকে। তিনটে ছক্কা এবং একটি বাউন্ডারি হাঁকালেও শেষ ওভারে তিন রানের ঘাটতি আর মেটাতে পারেননি তিনি।