আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেছেন অনেক আগেই। কিন্তু দেশ-বিদেশের টোয়েন্টি টোয়েন্টি লিগে এখনও চুটিয়ে খেলেন ডোয়েন ব্র্যাভো। প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অঙ্গ। আজও গেমচেঞ্জার তিনি।
গত মঙ্গলবার হলুদ জার্সিতে ফিরোজ শাহ কোটলায় নিজের ছাপ রেখেছেন ব্রাভো। রাজস্থানের বিরুদ্ধে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ক্যামিও ইনিংস খেলেছেন ব্র্যাভো।
রবিবার চেন্নাই ঘরের মাঠে নামছেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আর এই ম্যাচে এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ব্র্যাভো। চেন্নাইয়ের হয়ে আর তিনটি উইকেট নিতে পারলেই ধোনির টিমের প্রথম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি করা হয়ে যাবে তাঁর। এই মুহূর্তে চেন্নাইয়ের জার্সিতে ৯৭টি উইকেট রয়েছে ব্র্যাভোর।
আরও পড়ুন: IPL 2019: বিতর্কের প্রথম সাতদিন
আইপিএলের সর্বকালের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় চার নম্বরে রয়েছেন ব্র্যাভো। ১২৪টি ম্যাচে তাঁর ১৪০টি উইকেট রয়েছে। এর মধ্যে দু'বার চার উইকেট করে পেয়েছেন। তালিকায় সবার ওপরে মুম্বই ইন্ডিয়ান্সের লাসিথ মালিঙ্গা। ১১২ ম্যাচে তাঁর ১৫৪টি উইকেট রয়েচএ। ডেথ ওভারে এখনও ধোনির বিশ্বস্ত বোলারদের তালিকায় ব্র্যাভোই রয়েছেন। চেন্নাইয়ের ক্যাপ্টেন অন্যতম ভরসামান ক্রিকেটার তিনি।
চেন্নাই টানা দু'ম্যাচে জয় ছিনিয়ে এনেছে। প্রথম ম্যাচে ব্যাঙ্গালোরকে হারিয়ে দ্বিতীয় ম্যাচে দিল্লিকেও হারিয়ে দিয়েছে ধোনি অ্যান্ড কোং। এদিন রাহানেদের হারাতে পারলেই জয়ের হ্যাটট্রিক করবে সিএসকে। চেন্নাইয়ের ফ্যানেরা আপাতত তিনে তিন করার অপেক্ষাতেই।