আইএসএল-এ হাফডজন জয় নিয়েও হতাশাজনক পারফরম্যান্স। শেষের দিকে শেষ করেছে লাল-হলুদ শিবির। স্টিফেন কনস্টানটাইনের চাকরি গিয়েছে। এমন অবস্থায় ইস্টবেঙ্গলে নিজের কোচিং পর্বের শেষ এসাইনমেন্ট সুপার কাপ অভিযানে নামছেন কনস্টানটাইন।
সেই সুপার কাপের জন্যই এবার ২৪ জনের স্কোয়াড ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। কোচ হিসেবে স্টিফেন কনস্টানটাইনকে রেখে। বৃহস্পতিবারই ইস্টবেঙ্গল পৌঁছে গেল কেরালার মাঞ্জেরিতে। শুক্রবার এবং শনিবার অনুশীলন করে ইস্টবেঙ্গল প্ৰথম ম্যাচ খেলতে নামবে রবিবার, ৯ এপ্রিল।
আরও পড়ুন: মুম্বই সিটির চ্যাম্পিয়ন তারকা হয়ত লোবেরার ইস্টবেঙ্গলে! বিদেশি বাছাইয়ে থাকবে চমকের পর চমক
প্ৰথম ম্যাচেই ইস্টবেঙ্গলকে সামলাতে হবে ওড়িশা এফসিকে। গ্রুপ বি-তে ইস্টবেঙ্গলের সঙ্গেই রয়েছে হায়দরাবাদ এফসি। ওগবেচের হায়দরাবাদ এফসির বিপক্ষে ইস্টবেঙ্গল খেলবে এপ্রিলের ১৩ তারিখে। তৃতীয় কোয়ালিফায়ার (আইজল এফসি বনাম ট্রাউ এফসি) ম্যাচের বিজয়ীর সঙ্গে ইস্টবেঙ্গল গ্রুপের শেষ ম্যাচ খেলবে এপ্রিলের ১৭ তারিখে। ইস্টবেঙ্গলের গ্রুপ বি-র সমস্ত ম্যাচ খেলা হবে মাঞ্জেরির পায়ানাদ স্টেডিয়ামে।
ইস্টবেঙ্গলের ২৪ জনের স্কোয়াড:
গোলকিপার: কমলজিৎ সিং, পবন কুমার, শুভম সেন
ডিফেন্ডার: মহম্মদ রাকিপ, সার্থক গোলুই, ইভান গঞ্জালেজ, প্রীতম কুমার সিং, জেরি লালরিনজুয়ালা, নুঙ্গা, চারালাম্বস কিরিয়াকু, তুহিন দাস, অতুল উন্নিকৃষ্ণণ
মিডফিল্ডার: মোবাশির রহমান, সৌভিক চক্রবর্তী, সুমিত পাসি, আলেক্স লিমা, নাওরেম মহেশ সিং, জর্ডন ও'দোহার্তি, অমরজিৎ সিং কিয়াম, হিমাংশু জাংড়া
ফরোয়ার্ড: ক্লেইটন সিলভা, জেক জার্ভিস, সেম্বই হাওকিপ, ভিপি সুহের