Advertisment

রবি ফাউলারকে কোচ করল ইস্টবেঙ্গল, 'পিছিয়ে রয়েছি', বললেন মালিক বাঙ্গুর

২০০৬ সালে শেষবারের মত ফিরে আসেন লিভারপুলে। খেলেন আরো দুই মরশুম। লিভারপুলের জার্সিতে ১৮৩ গোল করা ফাউলার ক্লাবের সর্বকালীন তৃতীয় সর্বোচ্চ গোলদাতা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আগেই ঠিক হয়ে গিয়েছিল। লিভারপুলের কিংবদন্তি রবি ফাউলারকেই কোচ করে আনছে ইস্টবেঙ্গল। শুক্রবারই দলের মালিক হরিমোহন বাঙ্গুর এমনটা জানিয়ে দিলেন।

Advertisment

দুবাই থেকে সংবাদসংস্থা পিটিআইকে তিনি জানালেন, "গতকাল বৃহস্পতিবার আমরা চুক্তি পাকা করেছি। সবকিছু ঠিকঠাক থাকলে রবি ফাউলার গোয়ায় দলের সঙ্গে একসপ্তাহের মধ্যে যোগ দেবেন। আপাতত আমরা দু সপ্তাহের জন্য প্রস্তাব দিয়েছি। পরে চুক্তি বর্ধিত করা হতে পারে।"

আরো পড়ুন: লিভারপুল কিংবদন্তি রবি ফাউলার আসছেন ইস্টবেঙ্গলের কোচ হয়ে

ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক রেনেডি সিং ফাউলারের সহকারী হচ্ছেন লাল হলুদ ক্লাবে। শ্রী সিমেন্টের মালিক এবং ম্যানেজিং ডিরেক্টর ইতিমধ্যেই ক্লাবের ৭৬ শতাংশ স্বত্ত্ব হস্তগত করেছেন। তিনিই জানালেন আইএসএলের একাদশতম দল হিসেবে এসসি ইস্টবেঙ্গল নামেই খেলবে তাঁরা। হরিমোহন বাঙ্গুরের যুক্তি, "এসসি অর্থে স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল অথবা শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল- যে যেরকম অর্থ বের করবে।কর্পোরেট গ্রুপ হিসাবে ইস্টবেঙ্গলের নামের আগে শ্রী সিমেন্ট বসানো যায় না। তাই এসসিইবি।"

লিভারপুলে ফাউলারের ফুটবল কেরিয়ার বর্ণময়। রেডসদের যুব দল থেকে উঠে আসা ফাউলার সিনিয়র দলে অভিষেক ঘটান ১৯৯৩ সালে। ২০০১ পর্যন্ত খেলেন লিভারপুলেই। তারপরে লিডস ইউনাইটেডে যোগ দেন। দুই মরশুম লিডসে কাটানোর পর শেষ পর্যন্ত সই করেন ম্যান সিটিতে।

২০০৬ সালে শেষবারের মত ফিরে আসেন লিভারপুলে। খেলেন আরো দুই মরশুম। লিভারপুলের জার্সিতে ১৮৩ গোল করা ফাউলার ক্লাবের সর্বকালীন তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। প্রিমিয়ার লিগে করেছেন ১৬৩টি গোল। ইপিএলে সর্বাধিক গোলদাতাদের তালিকায় তিনি রয়েছেন সপ্তম স্থানে।

ক্লাবের মালিক বাঙ্গুর জানিয়েছেন, "আমরা ইতিমধ্যেই প্রস্তুতিতে অনেক পিছিয়ে গিয়েছি। বেশ কিছুটা পিছিয়ে মরশুম শুরু করতে হবে আমাদের। তাই আমরা দ্রুত গোয়ায় জড়ো হয়ে প্রস্তুতি শুরু করে দেব। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের দল আরো প্রতিদ্বন্দিতামূলক হয়ে উঠবে।"

আইএসএলে ইস্টবেঙ্গলকে ফাউলার প্রথম মরশুমেই সাফল্যের মুখ দেখাতে পারেন কিনা, সেটাই আপাতত দেখার।

Read the full article in ENGLISH

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

East Bengal Indian Football
Advertisment