/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/mohun-bagan-isl.jpg)
একসময়ে কলকাতা ফুটবলে দাপিয়ে খেলেছেন। এটিকে, মোহনবাগান, ইস্টবেঙ্গল- কলকাতার তিন প্রধানের হয়ে বিভিন্ন স্পেলে শহরে কাটিয়েছেন পাঁচ-পাঁচটা বছর। কলকাতায় থাকার সময় জাতীয় দলেও সুযোগ পেয়ে গিয়েছিলেন।
সেই শেহনাজ সিং এবার যোগ দিচ্ছেন ইন্টার কাশিতে। ভারতীয় ফুটবলে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে ইন্টার কাশি। জেরার্ড পিকে, আতলেতিকো মাদ্রিদের বিনিয়োগ থাকা ক্লাব এবার প্ৰথম খেলতে নামবে আইলিগে। স্প্যানিশ বস কার্লোস সান্তামারিনাকে কোচ করে এসেছে উত্তরপ্রদেশ থেকে প্ৰথমবার আইলিগে অংশগ্রহণ করতে চলা দলটি। সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে আরাতা ইজুমিকে। ২৪ ঘন্টা আগেই আইএসএল-এ জামশেদপুর এফসির হয়ে খেলা পিটার হার্টলেকে সই করার ঘোষণা করেছিল কাশি। এবার শেহনাজকে ফ্রি এজেন্ট হিসাবে সই করিয়ে ফেলল ইন্টার কাশি।
Experienced midfielder Sehnaj Singh has completed his move from Northeast United FC to Inter Kashi on a free transfer#Interkashi#Ileague#Transferspic.twitter.com/D86VMG8iaw
— Football Express India (@FExpressIndia) August 4, 2023
চণ্ডীগড় ফুটবল একাডেমির প্রোডাক্ট শেহনাজ। পৈলান এরোজের হয়ে আইলিগে অভিষেক ঘটেছিল। ঘটনাচক্রে আইলিগে অভিষেক ঘটে ইস্টবেঙ্গলের বিপক্ষে। এরপরে টানা দুটো সিজন মুম্বইয়ে কাটিয়ে শেহনাজ প্ৰথম পা রাখেন কলকাতায়। মোহনবাগানের জার্সিতে। সেই সিজনেই মোহনবাগানকে আইলিগ জিততে সাহায্য করেন শেহনাজ। মাঝমাঠে সবুজ মেরুন শিবিরের অন্যতম অস্ত্র হয়ে উঠেছিলেন তিনি। বাগানের জার্সিতে ১৮বার খেলেন তিনি।
আইলিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে পরের সিজনেই আইএসএল-এ খেলে ফেলেন তিনি। দিল্লি ডায়নামোসের হয়ে। পরে মোহনবাগানের হয়ে দ্বিতীয় স্পেলে নাম লেখান ২০১৭-য় মুম্বই সিটি এফসি থেকে লোনে। মাঝে ইস্টবেঙ্গলের হয়েও এক মরশুম খেলেন।
আইলিগ জয়ের পাশাপাশি আইএসএল জিতেছেন এটিকের হয়ে। হাবাসের দলকে তৃতীয় বারের মত চ্যাম্পিয়ন করতে সাহায্য করেন। বছর দুয়েক আগে নর্থ ইস্ট ইউনাইটেডে সই করেন। গত সিজনে দিল্লি এফসির স্কোয়াডে ছিলেন।
এবার নতুন চ্যালেঞ্জের সামনে ৩০ বছরের সেন্ট্রাল মিডফিল্ডার! নতুন দলকে অভিজ্ঞতায় সাহায্য করতে পারবেন? সেটা সময়ই বলবে।