ইস্টবেঙ্গল: ২ (কোলাডো, বিদ্যাসাগর সিং)
বিএসএস: ১ (ওপোকু)
ডুরান্ডের ব্যর্থতা সরিয়ে কলকাতা লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। বিএসএসকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল মাঠে বৃষ্টিতে খেলা শুরু হল প্রায় ২০ মিনিট দেরিতে। ভিজে মাঠ, ভারি আউটফিল্ড। চোট লাগার সমূহ সম্ভবনা। তবে এসব বাধা উড়িয়েই ইস্টবেঙ্গল জোড়া গোলে বধ করল প্রতিপক্ষ বিএসএসকে। চলতি মরশুমে ইস্টবেঙ্গলের জার্সিতে ফুল ফোটাচ্ছেন হাইমে কোলাডো। বিএসএস ম্যাচও ব্যতিক্রম নয়। প্রথমার্ধে কোলাডো এবং দ্বিতীয়ার্ধে বিদ্যাসাগরের গোলে জয় ইস্টবেঙ্গলে।
ডুরান্ডে যে একাদশ খেলিয়েছিলেন কোচ আলোয়ান্দ্রো। তাতে পাঁচজনকে বদলে প্রথম একাদশ সাজিয়েছিলেন স্প্যানিশ কোচ। পিন্টু মাহাতো, কাশিম, মির্শাদ, সামাদ, মনোজ মহম্মদকে বাইরে রেখেছিলেন। রালতে, অভিষেক আম্বেকর, তনদম্বা, অভিষেক এবং সদ্য ক্লাবে যোগ দেওয়া মার্কোসকে রাখা হয়েছিল।
আরও পড়ুন উবেইদের হাতে থেমে গেল ইস্টবেঙ্গলের ডুরান্ড জয়ের স্বপ্ন
শুরু থেকেই ভিজে মাঠে প্রাধান্য নিয়ে খেলা শুরু করেছিল ইস্টবেঙ্গল। বিদ্যাসাগর, কোলাডোদের সাঁড়াশি আক্রমণে সমস্যায় পড়ছিল বিএসএস। পালটা বিএসএসও প্রতি আক্রমণে উঠে আসছিল ইস্টবেঙ্গলের অর্ধে। ইস্টবেঙ্গলের চিরাচরিত রক্ষণের সমস্যা ফের একবার যখন প্রকট হয়ে উঠছিল, তখন গোল কোলাডোর। ১৮ মিনিটেই গোল করে দেন কোলাডো। বিএসএস-এর ডিফেন্ডার বল ঠিকমতো ক্লিয়ার করতে সক্ষম না হওয়ার পরে অরক্ষিত বল পেয়ে যান কোলাডো। সেখান থেকেই ১-০ করেন স্প্যানিশ মিডিও।
তবে এর পরেই দুর্ঘটনা। চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় মেহতাব সিংকে। রীতিমতো মেডিকেল স্টাফ এসে নিয়ে যান তারকা ডিফেন্ডারকে। বদলে নামেন আশির আখতার। এরপরে বিরতি পর্যন্ত গোল না হলেও দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করেন বিদ্যাসাগর সিং। ভেসে আসা বল দারুণ দক্ষতায় গোলে ঠেলেছিলেন বিদ্যাসাগর। প্রতিপক্ষের সন্দীপ পাল ঠিকমতো বল গ্রিপ করতে পারেননি। বল জালে জড়িয়ে যায়।
এরপর নির্ধারিত সময়ে খেলার ফলাফল ২-০ থাকলেও সংযোজিত সময়ে বক্সের মধ্যে হ্য়ান্ড করে বসেন ইস্টবেঙ্গল তারকা। পেনাল্টি থেকে গোল করে যান উইলিয়াম ওপোকু।
ইস্টবেঙ্গল: রালতে, অভিষেক আম্বেকর, মার্তি ক্রেসপি, মেহতাব সিং (আশির আখতার), কমলপ্রীত গ্রেওয়াল, নওরেম তনদম্বা, লালরিনডিকা রালতে (কাশিম আইদারা), ব্রেন্ডন, হাইমে স্যান্টোস, এসপাদা (হাওকিপ), অভিষেক
বিএসএস: সন্দীপ পাল, ফারুখ হোসেন, বিকাস সাইনি, ড্যানিয়েল আডো, করণ থাপা, গৌতম কুজুর, রাকেশ কর্মকার, উইলিয়াম ওপোকু, উজ্জ্বল হাওলাদার, প্রহ্লাদ, ব্রাইট