আইসল্যান্ড ফুটবল সংস্থার প্রতিভা অন্বেষণ বিভাগের প্রধান হলেন তিনি। সেইসঙ্গে দেশের ফুটবলের অনুর্দ্ধ-২১ দলের সহকারী কোচ এবং অনুর্দ্ধ-১৫ দলের হেড কোচও হয়েছেন তিনি। একসঙ্গে তিন দায়িত্ব পালন করবেন তিনি। অর্থাৎ সিনিয়র দলের জন্য যুব পর্যায়ে ফুটবলার বাছাই করার মূল কারিগরের ভূমিকা পালন করবেন আইসল্যান্ডের এই কোচ।
ইস্টবেঙ্গলে কোচিং করানোর আগেই আইসল্যান্ডের ফুটবল লিগে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। কোচিং কেরিয়ার শুরু করেন আইসল্যান্ডের তৃতীয় ডিভিশনের থ্রোত্তুর রেকিয়াভিক-এ। ২০১৭/১৮ সিজনে থ্রোত্তুর-এ হেড কোচ গুনলুগুর জনসনের সহকারী হিসাবে নিযুক্ত হন তিনি। ঠিক তার পরের বছরেই সেই ক্লাবেই অস্থায়ী ম্যানেজারের দায়িত্ব পালন করতে হয় তাঁকে। পরবর্তীতে তিনিই ইস্টবেঙ্গলে নাম লেখানোর আগে হেড কোচের ভূমিকায় ছিলেন।
অস্থায়ী কোচ হিসেবে আইসল্যান্ড, নরওয়ের একাধিক ক্লাবের সঙ্গে যুক্ত থেকেছেন। ভালুর, এইচকে, স্টেজেরনান এফসি, সার্পসবর্গ এফএফ তো বটেই বিখ্যাত কেএসআইয়ের যুব দলের হেড কোচ ছিলেন তিনি। ইউরোপ ছেড়ে এই প্ৰথমবার ভারতেই কোচিং করাতে এসেছিলেন সিগার্সন।
তবে ভারত-অভিযান মোটেই সুখের হল না তাঁর। নতুন দায়িত্বে তিনি কতটা সফল হবেন, তা সময়ই বলবে।