সাইক্লোন আমফানে বিপর্যস্ত বাংলা। ঝড়ের ক্ষতি এখনো সামলে উঠতে পারেননি কোটি কোটি বাঙালি। বিপর্যস্ত বাংলাকে পরিদর্শন করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এরপরেই ১০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করতে বাধ্য হয়েছেন তিনি। ইলেক্ট্রিসিটি, পানীয় জল তো দূর অস্ত, মাথার উপর ছাদ হারিয়ে ফেলেছেন দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ। সাইক্লোন আমফানের তান্ডবলীলায় যে অপূরণীয় ক্ষতি সুন্দরবন সহ বাংলার বিস্তীর্ণ এলাকায় হয়েছে, তা অকল্পনীয়।
এই সাইক্লোন আমফানের দুর্গতদের সেবার জন্যই বেনজির দৃষ্টান্ত স্থাপন করল ইস্টবেঙ্গলের এক ফ্যান ক্লাব। ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার, পূর্বতন নানান সামাজিক কার্যকলাপের অতীত ইতিহাসকে স্মরণে রেখেই অন্যান্যবারের ন্যায় এবারেও বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর সংকল্পে ব্রতী হলেন ফ্যান ক্লাবের সদস্যরা।
ত্রাণের কাজে ফ্যান ক্লাবের সমর্থকরা
গত ২৪শে মে, ২০২০ ইবিআরপি-র তরফ থেকে “CTRL+Z BENGAL” প্রকল্প শুরু করা হয়, যার মাধ্যমে ত্রাণকার্যের জন্য অর্থসংগ্রহ শুরু হয়। আপামর ইস্টবেঙ্গলী জনতার মধ্য থেকে অভূতপূর্ব এবং স্বতঃস্ফূর্ত সাড়া মেলে, এবং মাত্র ৯৬ ঘন্টার মধ্যে এক লক্ষেরও বেশী টাকা যোগাড় করতে সমর্থ হয় ইস্টবেঙ্গল দ্য রিয়েল পাওয়ার।
সেই প্রকল্পের প্রথম পর্যায়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহায়তায় ও পরিচালনায় দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলি ব্লকের গরানকোটি গ্রামে চলা কমিউনিটি কিচেনের পাঁচশোরও অধিক মানুষের জন্য দুদিন ধরে দুবেলা, অর্থাৎ মোট ২০০০ প্লেট অন্নসংস্থানের ব্যবস্থা করে ময়দানি ফুটবলে নজির তৈরি করে তাঁরা।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/1591525041910_inside.jpg)
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ফ্যান ক্লাবের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে অন্যান্য ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে সরাসরি ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছানোর।
সব মিলিয়ে ময়দানি ফুটবলে নয়া দৃষ্টান্তই তৈরি করে রাখল ইস্টবেঙ্গলের এই ফ্যান ক্লাব।