বোর্ড মিটিংয়ের দিনেই উত্তপ্ত ইমামি হাউস চত্ত্বর, তান্ডব চালিয়ে স্লোগান ইস্টবেঙ্গল সমর্থকদের

বোর্ড মিটিংয়ের দিনেই ইমামি হাউসের সামনে প্রতিবাদে সোচ্চার লাল-হলুদ সমর্থকরা

বোর্ড মিটিংয়ের দিনেই উত্তপ্ত ইমামি হাউস চত্ত্বর, তান্ডব চালিয়ে স্লোগান ইস্টবেঙ্গল সমর্থকদের

আইএসএল-এর টানা ব্যর্থতায় ক্ষোভের ধিকিধিকি আগুন আগেই জ্বলছিল। পড়শি ক্লাবের চ্যাম্পিয়ন হওয়ার পর সেই ক্ষোভ দাবদাহের রূপ নিয়েছে। ২৪ ঘন্টা আগেই বিষ্ফোরক প্রেস বিজ্ঞপ্তিতে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ব্যর্থতার সরাসরি দায় ঠেলা হয়েছিল ইনভেস্টর ইমামির দিকে। বলে দেওয়া হয়েছিল, “পরবর্তীতে ভালো টিম গড়ার সুযোগ থাকলেও বিনিয়োগকারী গোষ্ঠী তা কাজে লাগাতে পারেনি।”

এবার ইমামি এবং ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে বোর্ড মিটিংয়ের আগে উত্তপ্ত হয়ে উঠল বাইপাসের রুবি চত্ত্বর এলাকা। লাল-হলুদ সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করলেন ইমামি হাউসের সামনে। ভালো দল গড়ার জন্য উপযুক্ত বাজেট কেন বরাদ্দ করা হচ্ছে না। রাস্তায় নেমে ক্লাব কর্তাদের সুরেই এবার প্রতিবাদ করতে থাকেন লাল-হলুদ সমর্থকরা। মুহুর্মুহু স্লোগানে উত্তপ্ত হয়ে উঠতে থাকে ইমামি হাউস এলাকা।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলে চাকরি ছেড়েই ইউরোপে দেশের ফুটবলে বিশাল দায়িত্বে তারকা! বড় আপডেট সরাসরি

সমর্থকরা ক্ষোভ উগরে ইমামির উদ্দেশ্যে স্লোগান দেন, “এটিকের মত টিম করুন।” “আইএসএল খেলব না/বারবার হারব না।”

ইস্টবেঙ্গল ক্লাবের তরফে আগুনে প্রেস রিলিজে বলে দেওয়া হয়েছিল, “ইমামির সাথে যখন সংযুক্তিকরণ হয় সময় কম থাকার দরুন টিম গঠন প্রক্রিয়া সফল হতে পারে নি। পরবর্তীতে তার সুযোগ থাকলেও বিনিয়োগকারী সংস্থা সেটাকে কাজে লাগাতে পারেনি।”

“ভারতের এক নম্বর এই টুর্নামেন্টে যারা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকে তারা ৪৫ থেকে ৬০ কোটি টাকার টিম করে আর আমরা ১৮ থেকে ২০ কোটি টাকার টিম। এই ২০ কোটি টাকার পার্থক্যটাই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের পার্থক্য করে দেয়। তাই টাকার ঝুলি নিয়ে যারা টিম করতে নামছে, তারাই সাফল্য আনতে পারছে।”

ক্লাবের এই বিক্ষোভের সুর এবার সমর্থকদের গলাতেও। ইস্টবেঙ্গল ক্লাব জানিয়েই দিয়েছে, “বিনিয়োগকারী সংস্থার সঙ্গে আলোচনায় বসে আমরা সমস্যার সমাধান করতে চাই। যদি ওঁরা শোনে তাহলে ভালো। নাহলে অন্য কোনও পদক্ষেপ নিতে হবে।”

দায় ঠেলাঠেলির এই জল এখন কতদূর গড়ায় সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: East bengal fans protests emami house area board meeting isl

Next Story
বিশ্বকাপ জয়ের পর প্ৰথমবার মাঠে মেসিরা! আর্জেন্টিনা-পানামা ম্যাচ কবে, কোথায়, কোন চ্যানেলে দেখবেন
Exit mobile version