East Bengal FC CFL Champion: অবশেষে স্বপ্নপূরণ, বাঁধ মানল না চোখের জল! আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা

East Bengal FC News: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন লাল-হলুদ সমর্থকরা। শনির বিকেলেই হয়ে গেল সেই কাঙ্খিত ঘোষণা। আইএফএ জানিয়ে দিল, গত মরশুমের কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল।

East Bengal FC News: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন লাল-হলুদ সমর্থকরা। শনির বিকেলেই হয়ে গেল সেই কাঙ্খিত ঘোষণা। আইএফএ জানিয়ে দিল, গত মরশুমের কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল।

author-image
Koushik Biswas
New Update
East Bengal (3)

East Bengal FC: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন লাল-হলুদ সমর্থকরা। গত শুক্রবারই (১৯ সেপ্টেম্বর) কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সিলমোহর দেওয়া হয়েছিল। জানিয়ে দেওয়া হয়েছিল, গত মরশুমে কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করতে কোনও বাধা নেই। এরপর ঘোষণা ছিল নেহাতই সময়ের অপেক্ষা। শনির বিকেলেই হয়ে গেল সেই কাঙ্খিত ঘোষণা। আইএফএ জানিয়ে দিল, গত মরশুমের কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল।

Advertisment

East Bengal FC News: কথা রাখল ইস্টবেঙ্গল, সমর্থকদের কথা ভেবে এমন কাজই করল লাল-হলুদ ব্রিগেড!

প্রসঙ্গত, শনিবার দুপুরবেলা আইএফএ দফতরে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকের শেষেই বিজয়ী দল হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করে দেওয়া হয়। পাশাপাশি সোশ্য়াল মিডিয়া হ্যান্ডল ফেসবুকে IFA-র পক্ষ থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়, 'ইন্ডিয়ান ফুটবল অ্য়াসোসিয়েশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গত বছরের চ্য়াম্পিয়ন হিসেবে ইস্টবেঙ্গলের নাম ঘোষণা করা হচ্ছে।' এই বিবৃতি প্রকাশ্যে আসতে না আসতেই লাল-হলুদ সমর্থকদের উচ্ছ্বাসের বাঁধ ভেঙে যায়।

Advertisment

কেন এতদিন দেরি হল?

ইতিপূর্বে, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসে মাত্র কয়েকদিনের ব্যবধানেই নাকি তাদের কলকাতা ফুটবল লিগ, রিলায়্যান্স ফাউন্ডেশন লিগ ও আই লিগ ২ টুর্নামেন্টের একাধিক ম্যাচ খেলতে হয়েছে। সেকারণে তাদের দলে শারীরিক ফিটনেসের যথেষ্টই অভাব ছিল। এই পরিস্থিতিতে ক্লাবের পক্ষ থেকে IFA-র কাছে অনুরোধ করা হয়েছিল, ইস্টবেঙ্গল ম্যাচটি যেন কয়েকটা দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়। কিন্তু, ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন সেই আবেদনে কর্ণপাত করেনি। অবশেষে ডায়মন্ড হারবার এফসি দাবি করে, ইস্টবেঙ্গলকে অন্যায়ভাবে কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন করে দেওয়া হচ্ছে।

East Bengal FC: ইস্টবেঙ্গলে এবার 'জাপানি বোমা', সামুরাই যুদ্ধের হুঙ্কার লাল-হলুদ ব্রিগেডের!

এই মর্মে তারা জেলা আদালতে একটি আবেদনও করেছিল। সেই আবেদন অনুসারে জেলা আদালতও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু, শুক্রবারই কলকাতা হাইকোর্ট তা বাতিল ঘোষণা করেছে। হাইকোর্টের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনও যথাযথ কারণ ছাড়াই জেলা আদালত এই অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছিল। এই নির্দেশ একেবারেই আইনসম্মত নয়। সুতরাং, ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করতে আর কোনও বাধা রইল না।

East Bengal FC