East Bengal FC: ঘরের মাঠে জ্বলল লাল-হলুদ মশাল, কলকাতা লিগের শিরোপা ইস্টবেঙ্গলের মাথায়

East Bengal FC: ইস্টবেঙ্গল ফুটবল দল আপাতত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। পরপর ২ বছর তারা কলকাতা ফুটবল লিগের খেতাব জয় করল। এহেন সাফল্যে দলের সমর্থকরাও যারপরনাই খুশি।

East Bengal FC: ইস্টবেঙ্গল ফুটবল দল আপাতত অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়চ্ছে। পরপর ২ বছর তারা কলকাতা ফুটবল লিগের খেতাব জয় করল। এহেন সাফল্যে দলের সমর্থকরাও যারপরনাই খুশি।

author-image
Koushik Biswas
New Update
East Bengal FC

ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জয়লাভ করল ইস্টবেঙ্গল

East Bengal FC: চলতি বছর কলকাতা ফুটবল লিগ (CFL) খেতাব জয় করল ইস্টবেঙ্গল ফুটবল দল। সোমবার (২২ সেপ্টেম্বর) তারা ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচ ড্র করলেই খেতাব জিততে পারত লাল-হলুদ ব্রিগেড। কিন্তু, শুধুমাত্র ড্র'য়ে সন্তুষ্ট হল না লাল-হলুদ ব্রিগেড। শেষপর্যন্ত ঘরের মাঠে তারা ২-১ গোলে জয়লাভ করেছে। আর এই জয়ের পর ইস্টবেঙ্গল সমর্থকরা আপাতত উচ্ছ্বাসের বন্যায় ভেসে যাচ্ছেন।

Advertisment

East Bengal FC CFL Champion: অবশেষে স্বপ্নপূরণ, বাঁধ মানল না চোখের জল! আত্মহারা ইস্টবেঙ্গল সমর্থকরা

তবে একথা অস্বীকার করার জায়গা নেই, ম্যাচের প্রথমার্ধে ইস্টবেঙ্গল এফসি একাধিক গোলের সুযোগ মিস করেছিল। সেগুলো যদি তারা কাজে লাগাতে পারত, সেক্ষেত্রে ফলাফল যে কোথায় গিয়ে দাঁড়াত, সেটা বোধহয় স্বয়ং ঈশ্বরও বলতে পারবেন না। যাইহোক, ম্য়াচের কথায় আসা যাক। ঘরের মাঠে ইস্টবেঙ্গল যে কিছুটা হলেও এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, সেটা সকলেই আগে থেকে আঁচ করেছিলেন। হলও তাই। প্রথমার্ধে লাল-হলুদের রক্ষণ কার্যত ভাঙতে পারেনি ইউনাইটেড স্পোর্টসের আক্রমণবাহিনী। 

Advertisment

East Bengal FC: লাগবে না ১ টাকাও! সমর্থকদের কথা ভেবে বড় সিদ্ধান্ত ইস্টবেঙ্গল কর্তাদের

প্রথম গোলটি করেন ডেভিড

অবশেষে ম্য়াচের ৪২ মিনিটে আসে প্রথম গোল। লাল-হলুদ জার্সিতে গোলের মুখ খুলে দিলেন ডেভিড লালনসাঙ্গা। আসলে ইস্টবেঙ্গলের এক ফুটবলার গোলমুখী শট মেরেছিলেন। কিন্তু, ইউনাইটেড গোলকিপার রৌনক ঘোষ সেই শট আটকে দেন। সেই ফিরতি বলে আবারও শট নেন ডেভিড। এবার অবশ্য রৌনকের সামনে প্রতিরোধের কোনও সুযোগ ছিল না। সেইসঙ্গে ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

East Bengal FC: অপেক্ষার অবসান, দীর্ঘদিনের দাবি মিটল ইস্টবেঙ্গলের! খুশিতে আত্মহারা লাল-হলুদ সমর্থকরা

দ্বিতীয়ার্ধেও একই ভুলের পুনরাবৃত্তি দেখা যায় ইস্টবেঙ্গল ব্রিগেডে। প্রথমদিকে তারা একাধিক সুযোগ নষ্ট করে। খেলার সময় যত গড়াতে থাকে, ততই ম্য়াচের পরিবেশ উত্তপ্ত হতে শুরু করে। এমনকী, কলকাতা ইউনাইটেড দলের একজন কোচিং স্টাফকে লাল কার্ডও দেখান ম্য়াচ রেফারি। 

East Bengal FC: ইস্টবেঙ্গলে এবার 'জাপানি বোমা', সামুরাই যুদ্ধের হুঙ্কার লাল-হলুদ ব্রিগেডের!

দ্বিতীয় গোলটা আসে গুইতের পা থেকে

ম্যাচের একেবারে শেষবেলায় নাটক আরও জমে ওঠে শ্রীনাথের গোলে। ইউনাইটেড স্পোর্টস এই ম্য়াচে ১-১ গোলে সমতা ফিরিয়ে আনে। কিন্তু, সেই সুখ তাঁদের কপালে দীর্ঘস্থায়ী হয়নি। বিনো জর্জের একটি সিদ্ধান্তই গোটা ম্য়াচের রং বদলে দেয়। ৬৫ মিনিটে তিনি আমন সিকে'র পরিবর্তে মাঠে নামিয়েছিলেন গুইতেকে। শেষপর্যন্ত সেই পরিবর্ত ফুটবলারই জয়সূচক গোলটি করলেন। আর এই গোলের সঙ্গে সঙ্গেই গোটা গ্যালারি উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে।

CFL East Bengal FC