Dimitrios Diamantakos New Club: হাত ছেড়েছে ইস্টবেঙ্গল, নতুন ক্লাবে যোগ দিলেন দিয়ামান্তাকোস

Dimitrios Diamantakos: কয়েকদিন আগেই দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছে ইস্টবেঙ্গল। এবার গ্রিসের এই ফুটবলার নতুন এক ক্লাবে যোগ দিলেন।

Dimitrios Diamantakos: কয়েকদিন আগেই দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছে ইস্টবেঙ্গল। এবার গ্রিসের এই ফুটবলার নতুন এক ক্লাবে যোগ দিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dimitrios Diamantakos East Bengal

ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামান্তাকোস

Dimitrios Diamantakos: গ্রিক ফুটবলার দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের সঙ্গে কয়েকদিন আগেই যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। গত আইএসএল (ISL 2024-25) মরশুমে দিমির পারফরম্য়ান্স একেবারেই নজর কাড়তে পারেনি। এমনকী, সমর্থকদের একাংশও তাঁকে দল থেকে তাড়ানোর দাবি তুলেছিলেন। সেই দাবি মেনেই লাল-হলুদ ম্যানেজমেন্ট গ্রিসের এই তারকা ফুটবলারকে ছেড়ে দেয়। কিন্তু, কয়েকদিন কাটতে না কাটতেই ফের নতুন ক্লাবে যোগ দিলেন দিমি। আসুন, সেই ব্যাপারে আলোচনা করা যাক।

Advertisment

East Bengal FC: গ্রিক দেবতায় মোহভঙ্গ, দিমির সঙ্গে যাবতীয় সম্পর্ক শেষ করল ইস্টবেঙ্গল

সাইপ্রাসের প্রথম সারি ক্লাবের হয়ে খেলবেন দিমি

একটি বিশেষ সূত্র মারফৎ জানা গিয়েছে, দিয়ামান্তাকোস অ্যাপোয়েল নিকোসিয়া নামের একটি ক্লাবে যোগ দিয়েছেন। এই দলটি সাইপ্রাস লিগে খেলে। শোনা যাচ্ছে, ৪.৮ কোটি টাকার বিনিময়ে দিমির সঙ্গে নাকি চুক্তি করা হয়েছে। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

Advertisment

Dimi

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত বছর জুন মাসে দিয়ামান্তাকোস লাল-হলুদ ব্রিগেডে যোগ দিয়েছিলেন। কেরালা ব্লাস্টার্স এফসি থেকে তিনি ইস্টবেঙ্গল দলে যোগ দেন। তাঁর সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছিল। কলকাতার এই ফুটবল ক্লাবের হয়ে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস মোট ৩২ ম্য়াচ খেলেছেন। এরমধ্যে তিনি ১২ গোল করেছেন। আর চারটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছিলেন।

East Bengal FC: কেন দিয়ামান্তাকোসকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল? আসল কারণটা জানালেন বিকাশ পাঁজি

অন্য়দিকে, আন্তর্জাতিক স্তরে গ্রিক স্কোয়াডের সদস্য ছিলেন দিয়ামান্তাকোস। ২০১২ সালে উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়েছিলেন তিনি। এর পাশাপাশি গ্রিসের সিনিয়র ফুটবল দলের হয়েও তিনি পাঁচটি ম্য়াচ খেলেছেন।

East Bengal FC vs Kitchee FC Highlights: জ্বলে উঠল লাল-হলুদ মশাল, ইতিহাস গড়ল ইস্টবেঙ্গল

উল্লেখ্য, ২০২৩ সালে কেরালা ব্লাস্টার্স এফসি দলে যোগ দিয়েছিলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। সেই বছর ফুটবল পায়ে কার্যত ধামাকা করেন তিনি। ১৭ ম্য়াচে করেছিলেন ১৩ গোল। টুর্নামেন্টের সেরা ফুটবলারের তকমাও তাঁকেই দেওয়া হয়েছিল। এরপরই ইস্টবেঙ্গলের নজরে পড়ে যান তিনি। সেইসময় লাল-হলুদ ব্রিগেডের কোচ ছিলেন কার্লেস কুয়াদ্রাত।

Dimitrios Diamantakos: টানা পাঁচ ISL ম্যাচে গোল করা বিদেশি গোলমেশিন ইস্টবেঙ্গলে! ট্রান্সফারের সেরার সেরা চমক লাল-হলুদের

এক নজরে অ্যাপোয়েল নিকোসিয়া ক্লাবের পরিসংখ্যান

সাইপ্রাসের প্রথম সারির ক্লাব হল এই অ্যাপোয়েল নিকোসিয়া। এখনও পর্যন্ত তারা মোট ২৯ বার সাইপ্রিয়ট চ্যাম্পিয়ন হয়েছে। ২১ বার হয়েছে সাইপ্রিয়ট কাপ উইনার। এর পাশাপাশি ১৫ বার সাইপ্রিয়ট সুপার কাপ উইনার হয়েছে তারা। ক্লাবের মোট মার্কেট ভ্যালু হচ্ছে ১২০ কোটি টাকা। বর্তমানে এই ফুটবল ক্লাবটির ম্যানেজারের দায়িত্বে রয়েছেন পাবলো গার্সিয়া। চলতি বছর জুলাইয়ে তাঁকে নিয়োগ করা হয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকদের আশা এই নয়া ক্লাবের হয়ে তাঁদের প্রাক্তন প্রাণভোমরা দুর্দান্ত পারফরম্য়ান্স করতে পারবেন। 

ISL 2024-25 East Bengal FC Dimitrios Diamantakos