/indian-express-bangla/media/media_files/2025/10/12/hiroshi-ibusuki-east-bengal-1-2025-10-12-16-55-16.jpg)
ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ফুটবলার হিরোশি ইবুসুকি
Hiroshi Ibusuki: শহর কলকাতায় ইতিমধ্যে চলে এসেছেন ইস্টবেঙ্গলের (East Bengal FC) জাপানি ফুটবলার হিরোসি ইবুসুকি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতেই তিনি কলকাতা বিমানবন্দরে পা রেখেছেন। তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য বেশ কয়েকজন ইস্টবেঙ্গল সমর্থক এসে উপস্থিত ছিলেন। তাঁর হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। পরিয়ে দেওয়া হয় লাল-হলুদ উত্তরীয়। হিরোশির চোখ-মুখ দেখে স্পষ্টই বোঝা যাচ্ছিল, লাল-হলুদ সমর্থকদের এই আবেগ এবং ভালবাসা দেখে তিনিও যারপরনাই আপ্লুত হয়ে উঠেছেন।
Mohun Bagan vs East Bengal: মেসির সামনে মোহনবাগান-ইস্টবেঙ্গল? ডার্বির আঁচে ফুটছে কলকাতা
কী বললেন হিরোশি?
অন্যদিকে, কলকাতায় পা রাখতে না রাখতেই ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন। ঝরঝরে বাংলায় তিনি বললেন, 'হ্যালো, আমাগো ফ্যান। হিরোশি এখন কলকাতায়। জয় ইস্টবেঙ্গল।' এই ভিডিওটি ইস্টবেঙ্গল তাদের অফিশিয়াল টুইটার পেজে শেয়ার করেছে। বলার অপেক্ষা রাখে না যে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।
দেখে নিন ভিডিও:
কলকাতায় কাতানা, শহরে সামুরাই 🗡️🔴🟡#JoyEastBengal#WelcomeHiroshipic.twitter.com/wJQt4Gj9lx
— East Bengal FC (@eastbengal_fc) October 10, 2025
East Bengal FC Win: দল জিতলেও 'অসন্তুষ্ট' অস্কার! ইস্টবেঙ্গল কোচ বললেন...
এক নজরে হিরোশির কেরিয়ার
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইস্টবেঙ্গল ক্লাবে চতুর্থ জাপানি ফুটবলার হিসেবে যোগ দিতে চলেছেন হিরোশি ইবুসুকি। ইতিপূর্বে তিনি লা-লিগায় খেলেছেন। আশা করা হচ্ছে, ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসেবে অস্কার ব্রুজোঁর দলকে তিনি আরও শক্তিশালী করতে পারবেন। এবার ইবুসুকির কেরিয়ার গ্রাফে সামান্য চোখ বুলিয়ে নেওয়া যাক। জাপানের কাশিওয়া রেসল ক্লাবের হয়ে ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন ইবুসুকি।
দেখে নিন, বাংলা ভাষায় হিরোশির বক্তব্য:
হিরোশি এখন কলকাতায় ❤️💛#JoyEastBengal#WelcomeHiroshi | Hiroshi Ibusuki 🇯🇵 pic.twitter.com/5ommgHCkPz
— East Bengal FC (@eastbengal_fc) October 9, 2025
East Bengal FC News: আশঙ্কাই হল সত্যি! ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য 'চরম দুঃসংবাদ'
এরপর ২০০৯ সালে তাঁর ইউরোপিয় যাত্রা শুরু হয়। যোগ দেন স্পেনের জিরোনা এফসি ক্লাবে। এর ঠিক ২ বছর পর সেভিলা এফসিতে যোগ দেন তিনি। এরপর আবারও জাপানে ফিরে আসেন। অ্যালবিরেক্স নিগাতা, জেইএফ ইউনাটেড চিবা, শোনান বেলামারে এবং শিমিজ়ু এস-প্লাস ক্লাবের হয়ে খেলেছেন তিনি।
Jay Gupta East Bengal: ইস্টবেঙ্গল জিততেই 'হুঙ্কার', সমর্থকদের জন্য 'বড় কথা' জয় গুপ্তার
দিয়ামান্তাকোসের বিকল্প হতে পারবেন?
আপনারা সকলেই জানেন যে লাল-হলুদ ব্রিগেডের আক্রমণভাগে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের (Dimitrios Diamantakos) জায়গায় খেলবেন ইবুসুকি। গত মাসের শুরুতেই দিমিকে ছেড়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। ৩৪ বছর বয়সি এই জাপানি ফরোয়ার্ড সম্প্রতি ওয়েস্টার্ন ইউনাইট দলের হয়ে এ-লিগে খেলেছিলেন। কিন্তু, ক্লাবটি ভেঙে যাওয়ার পর দলের প্রত্যেক ফুটবলার এবং হেড কোচকে রিলিজ করে দেওয়া হয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us