East Bengal: ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2024-25) ভাল পারফরম্য়ান্স করতেই হবে। এবার সেই লক্ষ্যেই মাঠে নেমেছে ইস্টবেঙ্গল ম্য়ানেজমেন্ট। কয়েকদিন আগেই দেবব্রত সরকার জানিয়ে ছিলেন যে দলগঠনের ক্ষেত্রে বাজেট কোনও ইস্যু হবে না। সেই লক্ষ্যেই নয়া মরশুমের ব্রিগেড তৈরি করছে মশালবাহিনী।
ইতিমধ্য়ে লাল-হলুদ শিবিরে গুঞ্জন শোনা যাচ্ছে, ঘরের ছেলে নাকি ঘরে ফিরতে চলেছে। কে এই 'ঘরের ছেলে'? তিনি হলেন রাহুল ভেকে। গত মরশুমে রাহুল বেঙ্গালুরু এফসি'র হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। পাশাপাশি জাতীয় দলেরও নিয়মিত সদস্য তিনি। প্রধানত রাইট ব্যাক পজিশনেই তাঁকে দেখতে পাওয়া যায়। এই রাহুল যদি ইস্টবেঙ্গলে আসেন, তাহলে দলের শক্তি যে অনেকটাই বাড়বে, সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
East Bengal New Footballer: দলবদলের বাজারে বিরাট চমক লাল-হলুদের, ইস্টবেঙ্গলে আসছেন দুর্ধর্ষ মিডফিল্ডার
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৫ সালে ইস্টবেঙ্গল ব্রিগেডে যোগ দিয়েছিলেন রাহুল ভেকে। সেইসময় আই-লিগ খেলত কলকাতার তিন প্রধান ফুটবল ক্লাব। ২০১৬ সালের ২৩ জানুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে লাল-হলুদ জার্সিতে ডেবিউ করেছিলেন। এই ম্য়াচের ১-১ গোলে ড্র হয়েছিল। মরশুমের শেষ ম্য়াচ খেলেন ১০ এপ্রিল। সেই ম্য়াচে ইস্টবেঙ্গল আবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ১-৩ গোলে হেরে গিয়েছিল। এরপর তিনি লোনে ISL ক্লাব কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন।
East Bengal New Footballer: লাল-হলুদ সমর্থকদের জন্য বিরাট দুঃসংবাদ! ইস্টবেঙ্গলে আসছেন না তারকা বিদেশি
২০১৬-১৭ আই-লিগ মরশুমে রাহুল আবারও ইস্টবেঙ্গল শিবিরে কামব্যাক করেছিলেন। ২০১৭ সালের ৭ জানুয়ারি আইজল এফসি-র বিরুদ্ধে প্রথম ম্য়াচ খেলতে নামেন। সেই ম্য়াচটা ইস্টবেঙ্গল ১-১ গোলে ড্র করেছিল। লাল-হলুদ জার্সিতে শেষ ম্য়াচটা ভেকে তাঁরই প্রাক্তন ক্লাব মুম্বই এফসি-র বিরুদ্ধে খেলেন। এই ম্য়াচে ইস্টবেঙ্গল ৪-০ ব্যবধানে জয়লাভ করেছিল।
East Bengal FC Updates: 'সমর্থকদের ধৈর্য্যের বাঁধ ভাঙছে, ক্লাবের ভাবা উচিত!' বিস্ফোরক রহিম নবি
তবে এবার সময় অনেকটা বদলে গিয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে বেশ কয়েকটা মরশুম খেলে ফেলেছে ইস্টবেঙ্গল। কিন্তু, প্রত্যাশা অনুসারে তারা সাফল্য অর্জন করতে পারেনি। এবার কি তাদের ভাগ্যের চাকা ঘুরবে? রাহুলের যোগদান ইস্টবেঙ্গলের ভাগ্য বদলাতে পারবে? সেটা সময়ই বলবে।