East Bengal New Footballer: রাজার মতো ফিরবে ইস্টবেঙ্গল, লাল-হলুদকে ISL জেতাতে আসছেন এশিয়া কাঁপানো তারকা

East Bengal FC Transfer Update: লাল-হলুদ শিবির তাদের মাঝমাঠকে আরও শক্তিশালী করতে এমন এক ফুটবলারকে আনছে, যিনি ISL কাঁপিয়ে দিতে পারবেন। তাঁকে ঘিরে আশায় বুক বাঁধছে লাল-হলুদ সমর্থকরা।

East Bengal FC Transfer Update: লাল-হলুদ শিবির তাদের মাঝমাঠকে আরও শক্তিশালী করতে এমন এক ফুটবলারকে আনছে, যিনি ISL কাঁপিয়ে দিতে পারবেন। তাঁকে ঘিরে আশায় বুক বাঁধছে লাল-হলুদ সমর্থকরা।

author-image
Subhamay Mandal
New Update
East Bengal FC Fans: এই মরশুমে সাফল্যের আশায় বুক বাঁধছেন লাল-হলুদ সমর্থকরা

East Bengal FC Fans: এই মরশুমে সাফল্যের আশায় বুক বাঁধছেন লাল-হলুদ সমর্থকরা

East Bengal FC News: এই মরশুমে দলবদলের বাজারে সবচেয়ে বড় দাও মেরেছে ইস্টবেঙ্গল (East Bengal)। লাল-হলুদ শিবির তাদের মাঝমাঠকে আরও শক্তিশালী করতে এমন এক ফুটবলারকে আনছে, যিনি ISL কাঁপিয়ে দিতে পারবেন। তাঁকে ঘিরে আশায় বুক বাঁধছে লাল-হলুদ সমর্থকরা। তিনি কবে ভারতে আসবেন তা এখনও ঠিক নেই। তবে তিনি যে ইস্টবেঙ্গলের মশাল জ্বালাতে প্রস্তুত সেটা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন। এবার তাঁকে ঘিরে আসন্ন ISL 2025-26 মরশুমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ইস্টবেঙ্গল (East Bengal FC)।

Advertisment

যুদ্ধবিধ্বস্ত প্যালেস্তাইন থেকে এবার ফুটবলার আনছে ইস্টবেঙ্গল। ট্রান্সফার মার্কেটের পাকা খবর, প্যালেস্তাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদকে (Mohammed Rashid) সই করিয়েছে ইস্টবেঙ্গল। একবছরের জন্য লাল-হলুদ জার্সিতে ময়দান কাঁপাবেন তিনি। গত মরশুমে ইন্দোনেশিয়ার ক্লাবে খেলেছিলেন রশিদ। এবার তাঁকে দেখা যাবে ইস্টবেঙ্গলের জার্সিতে। 

আরও পড়ুন দলবদলে বিরাট চমক লাল-হলুদের, ইস্টবেঙ্গলে এলেন এশিয়া কাঁপানো মিডফিল্ডার

শোনা যাচ্ছিল, তাঁকে সই করানোর বিষয়ে বিস্তর সমস্যা দেখা দিয়েছিল। শেষপর্যন্ত কোনও সমস্যাই বাধা হতে পারেনি লাল-হলুদ শিবিরের কাছে। গত সিজনে ইন্দোনেশিয়ার ক্লাব পার্সেবাসা সুরাবায়াতে খেলেছিলেন। ক্লাবের জার্সিতে ৩২ ম্যাচে করেন ৬ গোল। সূত্রের খবর, রশিদকে একবছরের চুক্তিতে সই করিয়েছে ইস্টবেঙ্গল। শুধু মিডফিল্ডেই নয়, সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারেন রশিদ। ২৯ বছরের এই প্য়ালেস্তিনীয় ফুটবলার ইস্টবেঙ্গলে আসায় মাঝমাঠের শক্তি বাড়ল।

Advertisment

আরও পড়ুন লাল-হলুদ সমর্থকদের জন্য দুঃসংবাদ, ইস্টবেঙ্গলের 'নয়ন মণি'কে নিতে ঝাঁপাল ISL জয়ী ক্লাব

ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাব টর্চ বিয়ারার্স-এর তরফে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রশিদ পুরো দমে ট্রেনিং করছেন। জিমে ঘাম ঝরাচ্ছেন, কঠিন কসরত করছেন রশিদ। যাতে পুরো ফিট হয়ে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামতে পারেন। প্রস্তুতিতে কোনও খামতি রাখছেন না তিনি। এই মিডফিল্ডার নিজেই ভিডিওটি তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'I'm ready' (আমি তৈরি)। সঙ্গে লাল-হলুদ লাভ ইমোজি দিয়েছেন তিনি। বোঝাই যাচ্ছে, লাল-হলুদ জার্সিতে খেলার জন্য কতটা মুখিয়ে তিনি।

আরও পড়ুন দানবীয় ডিফেন্ডারকে আনছে ইস্টবেঙ্গল? এক চুটকিতে রুখতে পারেন বিপক্ষের আগুন আক্রমণ

এর আগেও মধ্যপ্রাচ্য থেকে বহু তারকা বিদেশি এসেছেন ইস্টবেঙ্গলে খেলতে। সবচেয়ে বড় এবং সফল নাম হল মজিদ বাসকর। ইরানের এই তারকা ফুটবলার অল্প সময়ের মধ্যেই ইস্টবেঙ্গলের প্রাণভ্রমরা হয়ে ওঠেন। তাঁর পায়ের জাদুতে বুঁদ হয় আপামর লাল-হলুদ জনতা। তার পর ইরাকের তারকা আল আমনাও খেলে গিয়েছেন ইস্টবেঙ্গলে। প্যালেস্তাইনের মহম্মদ রশিদ তাই ফের আশা জাগাচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকদের মনে। দেখা যাক, তিনি ইস্টবেঙ্গলকে দীর্ঘদিন পর সাফল্য দিতে পারেন কি না।

East Bengal East Bengal FC ISL 2025-26