Advertisment

প্রতিশোধের আগুনে ছারখার ইস্টবেঙ্গল! ১০ জনের বাগানেই এল ডুরান্ড ট্রফি

Durand Cup 2023,East Bengal vs Mohun Bagan Match Report: স্বপ্নের ডুরান্ড জয় বাগানের

author-image
Subhasish Hazra
New Update
mohun-bagan-sg

প্রতিশোধ নিয়ে ডার্বি, ডুরান্ড জয় মোহনবাগানের (এক্সপ্রেস ফটো পার্থ পাল)

East Bengal FC vs Mohun Bagan SG, Durand Cup 2023 match report:

Advertisment

ইস্টবেঙ্গল: ০
মোহনবাগান: ১ (পেত্রাতোস)

আট হারের ধাক্কা কাটিয়ে ইস্টবেঙ্গল ডার্বিতে জয়ে ফিরেছিল ডুরান্ডে। তবে সেই জয়ের ধারা ধরে রাখতে পারল না লাল-হলুদ শিবির। তিন সপ্তাহের মধ্যেই ডার্বির মুকুট ছিনিয়ে নিল মোহনবাগান। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড জয়ও সম্পন্ন করল মেরিনার্সরা। বাগানের ডুরান্ড জয় এল দশ জনে খেলে।

প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে হাইভোল্টেজ ম্যাচ শারীরিক ফুটবলে পর্যবসিত হয়। ক্রেসপো, বুমোস, বোরহা একের পর এক তারকা হলুদ কার্ড দেখেন। হাতাহাতি, ধাক্কাধাক্কির মঞ্চে অনিরুদ্ধ থাপা বিরতির পর নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে তাতেও দমিয়ে রাখা যায়নি বাগানকে। দশ জনে হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই মোহনবাগানের হয়ে জয়সূচক গোল করে যান পেত্রাতোস। অজি তারকার একক প্রচেষ্টার গোলেই শেষমেশ ডার্বি এবং ডুরান্ড জয়।

ডুরান্ডের যুগ্ম সফলতম দল হিসাবে খেলতে নেমেছিল ইস্ট-মোহন। ১৬বার খেতাব জয় ছিল দুই প্রধানের। তবে রবিবারের পর এককভাবে শীর্ষে বাগান। ১৭ বার ট্রফি জয় সমেত।

হাই টেম্পো ম্যাচে প্ৰথমার্ধে প্রাধান্য দেখিয়ে শুরু করেছিল মোহনবাগান। তবে বিরতির আগে দ্বিতীয় কোয়ার্টারে ছন্দ খুঁজে পেয়েছিল ইস্টবেঙ্গল। দুই দলই ফিনিশিং থার্ডে দাপট দেখাতে ব্যর্থ। ৩৫ মিনিটে চোট পেয়ে জর্ডন এলসে মাঠ ছাড়েন। যোগ দেন পারদো।

সাদিকু, সিভেরিও সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। নাহলে ম্যাচে গোলের জন্য দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হত না।

সিভেরিওকে মার্ক করার দায়িত্ব ছিল অনিরুদ্ধ থাপার। প্রথমার্ধে স্প্যানিশ তারকাকে ফাউল করে হলুদ কার্ড হজম করেও শিক্ষা নেননি তিনি। দ্বিতীয়ার্ধে বিশ্রী ফাউল করেন সেই সিভেরিওর ওপরেই। সঙ্গেসঙ্গেই দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মারচিং অর্ডার দিয়ে বের করা হয় অনিরুদ্ধকে।

দশ জন হয়ে যাওয়ার পর বাগান কোচ সাদিকু, বুমোস, কুরুনিয়ানকে তুলে সরাসরি নামিয়ে দেন জেসন কামিন্স, লেনি রদ্রিগেজ এবং লিস্টন কোলাসোকে।

৭১ মিনিটে দর্শনীয় গোল করে যান দিমিত্রি পেত্রাতোস।

কাউন্টার এটাকে ইস্টবেঙ্গল রক্ষণ ছিন্নভিন্ন করে দেন অজি ফরোয়ার্ড। বাঁ দিকে কাট করে ঢুকে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোল করেন তিনি।

দিমির গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে কুয়াদ্রাত তিনটে বদল ঘটান। নিশু কুমার, এডুইন ভান্সপাল এবং সুহেরকে নামিয়ে দেন। ইস্টবেঙ্গল প্রেসিং ফুটবলে আক্রমণ শানাতে থাকে। তবে হুয়ান ফেরান্দোর দলের ডিফেন্স ভাঙতে পারেননি লাল হলুদ ফুটবলাররা।

ইস্টবেঙ্গল: প্রভসুখন গিল, লালচুননুঙ্গা, জর্ডন এলসে, হরমনজোৎ খাবরা, মন্দার রাও দেশাই, মহম্মদ রাকিপ, সাউল ক্রেসপো, বোরহা হেরেরা, নন্দকুমার শেখর, নাওরেম মহেশ, জেভিয়ের সিভেরিও

মোহনবাগান: বিশাল কাউথ, আশিস রাই, আনোয়ার আলি, হেক্টর ইউস্তে, শুভাশিস বোস, অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, হুগো বুমোস, আশিক কুরুনিয়ান, দিমিত্রি পেত্রাতোস, আর্মান্দো সাদিকু

Eastbengal Mohunbagan East Bengal Kolkata Football Indian Football Mohun Bagan East Bangal atk-mohun-bagan East Bengal Club Mohun Bagan Super Giants
Advertisment