East Bengal FC News: কোন অঙ্কে সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল? বুঝে নিন জটিল অঙ্ক

East Bengal FC Super Cup 2025: সুপার কাপের ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। এই ম্য়াচটা ড্র হলেও পরবর্তী রাউন্ডে হেসে খেলে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

East Bengal FC Super Cup 2025: সুপার কাপের ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি। এই ম্য়াচটা ড্র হলেও পরবর্তী রাউন্ডে হেসে খেলে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।

author-image
Koushik Biswas
New Update
East Bengal vs Mohun Bagam

মোহনবাগানের বিরুদ্ধে ড্র করল ইস্টবেঙ্গল

Super Cup 2025: শেষ হল ২০২৫ সুপার কাপে কলকাতা ডার্বি (Kolkata Derby) ম্য়াচ। শুক্রবার (৩১ অক্টোবর) গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হয়। ম্যাচের আগে মোহনবাগান (Mohun Bagan Super Giant) বনাম ইস্টবেঙ্গল (East Bengal FC) লড়াইকে কেন্দ্র করে যে চরম উত্তেজনা তৈরি হয়েছিল, সেই প্রভাব কিন্তু খেলায় দেখতে পাওয়া গেল না। হতে পারে, ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। কিন্তু, গোটা ম্য়াচ জুড়ে ইস্টবেঙ্গল যে দাপট দেখাল, তা সত্যিই প্রশংসনীয়।

Advertisment

এই ম্য়াচের প্রথম থেকেই ইস্টবেঙ্গল এফসি-র আক্রমণ ছিল চোখে পড়ার মতো। মিগুয়েল বারংবার মোহনবাগানের বক্সে বল বাড়াচ্ছিলেন। প্রথমার্ধে যদি বিপিন সিংয়ের হেডটা ক্রসবারে না লাগত, তাহলে হয়ত এই ম্য়াচের ফলাফল আলাদা হতেও পারত। তবে একটা কথা স্বীকার করতেই হবে। মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গলের আক্রমণে অনেক বেশি বৈচিত্র্য ছিল। 

Mohun Bagan Super Giant vs East Bengal FC Live Football Score, Super Cup 2025: সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের, সেমিফাইনালে ইস্টবেঙ্গল

Advertisment

দ্বিতীয়ার্ধে কিছুটা হলেও ঘুম ভাঙে মোহনবাগানের। তারা প্রতি আক্রমণের রাস্তায় হাঁটতে শুরু করে। কিন্তু, শেষপর্যন্ত কাজের কাজটা তারা করতে পারেনি। যে ম্যাচে মেরিনার্সদের সামনে জয় ছাড়া কোনও বিকল্প পথ খোলা ছিল না, সেখানে তারা তুলনামূলক অনেকটাই নিষ্প্রভ পারফরম্য়ান্স করেছিল। অন্যদিকে, ইস্টবেঙ্গলের কাছে ম্য়াচটা ড্র করতে পারলেই ছিল কেল্লাফতে। অনায়াসে তারা রক্ষণাত্মক ফুটবল উপহার দিতে পারত। উলটে তাদের মধ্যেই জয়ের তাগিদটা অনেক বেশি চোখে পড়ল।

East Bengal FC News Update: অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, ডার্বির আগে 'বিস্ফোরক' অস্কার!

কোন অঙ্কে সেমিফাইনালে উঠল ইস্টবেঙ্গল?

এই টুর্নামেন্টে শুরু থেকে ডেম্পো এসসি-কে কার্যত ধর্তব্যের মধ্য়ে রাখেনি কেউ। বিশেষ করে বাঙালি ফুটবল সমর্থকরা তো নয়ই। কিন্তু, গোয়ার এই স্থানীয় ফুটবল ক্লাবটাই যে সবথেকে বড় ফ্যাক্টর হয়ে উঠবে, সেটা কার্যত কেউ কল্পনা করতে পারেননি। প্রথমে ইস্টবেঙ্গল, তারপর মোহনবাগান। কলকাতার এই শতাব্দী প্রাচীন ২ ফুটবল ক্লাবকে তারা আটকে দেয়। আর এটাই টুর্নামেন্টের গ্রুপ এ-তে সবথেকে বড় টার্নিং পয়েন্ট হয়ে যায়।

East Bengal FC Latest News: এক জয়েই বাজিমাত, মোহনবাগানকে টপকে শীর্ষে ইস্টবেঙ্গল

কারণ, এই গ্রুপে থাকা তৃতীয় দল চেন্নাইন এফসি-কে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলই পরাস্ত করেছে। কিন্তু, এখানেই লুকিয়ে রয়েছে আসল অঙ্ক। মোহনবাগান যেখানে ২-০ গোলে জয়লাভ করেছিল, সেখানে ইস্টবেঙ্গল বাজিমাত করে ৪-০ গোলে। সুতরাং মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গল ২ গোলের পার্থক্যে এগিয়ে ছিল। গ্রুপ পর্বের শেষে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো দলের ঝুলিতেই ৬ পয়েন্ট করে রয়েছে। কিন্তু, ওই দু'গোলের পার্থক্যটাই মোহনবাগানকে এই টুর্নামেন্ট থেকে ছিটকে দিল।

East Bengal FC Win: গোল তো করলেন, আদৌ 'হিরো' হতে পারলেন হিরোশি?

বলতে কোনও বাধা নেই, শুক্রবার ইস্টবেঙ্গল এফসি যে খেলাটা উপহার দিল, সেটা সাম্প্রতিককালে তাদের অন্যতম সেরা পারফরম্যান্স। লাল-হলুদ ব্রিগেডের এই লড়াই কলকাতা ময়দান অনেকদিন মনে রাখবে। সম্প্রতি, আইএফএ শিল্ড ফাইনালে মোহনবাগানের কাছে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। সেটাও আবার টাই-ব্রেকারে। তা নিয়ে অবশ্য কম সমালোচনা হয়নি। দায়িত্ব ছেড়ে দিয়েছেন দলের গোলকিপার-কোচ সন্দীপ নন্দী। সবমিলিয়ে ইস্টবেঙ্গলের উপর অবশ্যই চাপ ছিল। শিল্ড ফাইনালে হারের সেই জ্বালা সুপার কাপে যে কিছুটা হলেও মিটল, তা বলা যেতেই পারে।  

Kolkata Derby East Bengal FC Mohun Bagan Super Giant Super Cup 2025