Advertisment

ইস্টবেঙ্গল-ATK মাতিয়ে যাওয়া সেই রবিন সিং এবার নামি ক্লাবে! কলম্বিয়ান সুপারস্টারের সঙ্গে বাঁধছেন জুটি

কেরিয়ারের শেষদিকে বড় ক্লাবে রবিন

author-image
Subhasish Hazra
New Update
NULL

একসময় আলোর বৃত্তে ছিলেন। ভারতীয় ফুটবলের উঠতি তারকাদের মধ্যে ধরা হত তাঁকে। এখন বহুদিন প্রচারের বাইরে। কার্যত নিঃশব্দেই ইস্টবেঙ্গল, এটিকের জার্সিতে কলকাতায় বেশ কয়েক বছর খেলে যাওয়া রবিন সিং সই করলেন আইলিগের নামি দল শ্রীনিধি ডেকানে।

Advertisment

২০১৯/২০ সিজনে শেষবার আইএসএল খেলেছিলেন হায়দরাবাদ এফসির জার্সিতে। তারপর আইএসএল নয়, আইলিগ স্থায়ী ঠিকানা হয়ে দাঁড়িয়েছে পাঞ্জাব তনয়ের। রিয়েল কাশ্মীর, রাউন্ডগ্লাস পাঞ্জাবের পর হত সিজনে রবিন সিংকে দেখা গিয়েছিল বেঙ্গালুরুর সুপার ডিভিশন ক্লাব বেঙ্গালুরু এসসিতে। এবার তিনি ফের ফিরলেন আইলিগে। চাপাবেন শ্রীনিধি ডেকানের জার্সি।

তোলগে ওজবের সঙ্গে পার্টনারশিপে ইস্টবেঙ্গল মাতিয়ে দিয়েছিলেন একটা সময়। সিনিয়র কেরিয়ারের সূচনাই হয়েছিল ইস্টবেঙ্গলের জার্সিতে। সমর্থকদের নয়নের মণি ছিলেন। টানা তিন সিজন ইস্টবেঙ্গলের জার্সিতে খেলেছেন। প্ৰথম তিন সিজনেই তাঁর নামের পাশে ছিল ১৮ গোল। দ্বিতীয় স্পেলে লোনে লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়ে করেন আরও ৭ গোল। ডার্বিতে গোল রয়েছে। আইলিগের পাশাপাশি ওড়িশা এফসি, এফসি গোয়া, এটিকে, পুণে সিটি এফসি, হায়দরাবাদ এফসির হয়ে খেলেছেন আইএসএল। এমনকি বেঙ্গালুরু এফসির দুর্ধর্ষ স্কোয়াডেও ছিলেন তিনি। জাতীয় দলের হয়েও ৩০ ম্যাচ খেলে ফেলেছেন।

সেই রবিন সিং-য়ের কেরিয়ার ঠিকমত আকাশে উড়তে পারল না। শ্রীনিধি ডেকান এবার পর্তুগিজ কার্লোস ভাজ পিন্টোকে কোচ করে এনেছে। রবিন সিং আপফ্রন্টে জুটি বাঁধবেন কলম্বিয়ান তারকা ডেভিড কাস্তানেদার সঙ্গে। নাইজেরিয়ার ফরোয়ার্ড ওগানা লুইস, মিডফিল্ডার রিলোয়ান হাসান রয়েছেন স্কোয়াডে। এছাড়াও ঘানার ডিফেন্ডার মহম্মদ আওয়াল, কঙ্গোর মিডফিল্ডার দুয়া অঙ্কিরা রয়েছেন। রবিন সিংয়ের মত পোড়খাওয়া ফুটবলারের অন্তর্ভুক্তিতে শ্রীনিধির শক্তি যে আরও বাড়ল, তা নিয়ে সন্দেহ নেই।

Indian Football East Bengal Club East Bangal East Bengal Eastbengal
Advertisment