scorecardresearch

বড় খবর

ইমামির কোর্টে বল ঠেলল ইস্টবেঙ্গল! অনুরোধের মোড়কে শুরু হল পাল্টা চাপের খেলা

ইস্টবেঙ্গলে এবার নিজেদের বৈঠকের পর দল গঠনের কাজে গতি আনতে অনুরোধ করল ইনভেস্টর ইমামিকে।

ইমামির কোর্টে বল ঠেলল ইস্টবেঙ্গল! অনুরোধের মোড়কে শুরু হল পাল্টা চাপের খেলা

একদিন আগেই ক্লাবকে কড়া চিঠি দিয়ে প্রাক্তন ফুটবলাররা জানিয়ে দিয়েছিলেন, সেরকম হলে আইএসএলে দল নামানোরই দরকার নেই। সেই বিষ্ফোরক চিঠি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই নড়েচড়ে বসল ইস্টবেঙ্গল। মঙ্গলবারই তড়িঘড়ি কার্যকরী কমিটির মিটিং ডাকা হয় ক্লাবের তরফে।

সেই বৈঠকে ইস্টবেঙ্গল বিনিয়োগকারী কর্তাদের দল গঠনের বিষয়ে দ্রুত হাত দেওয়ার অনুরোধ জানানো হল। বলা হল, ক্লাবের চুক্তিপত্র নিয়ে যেরকম আলোচনা চলছে তা চালিয়ে যাওয়া হোক। সমান্তরালভাবে দল গঠনের বিষয়টিও যেন এগিয়ে নিয়ে যাওয়া হয়।

এমনিতে বাকি দল গুলোর স্কোয়াড গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে ইস্টবেঙ্গল এখনও চুক্তিপত্রও চূড়ান্ত করে উঠতে পারেনি। এমবি অবস্থায় প্রাক্তন ফুটবলার র বটেই দল গঠন নিয়ে সেই পুরোনো আশঙ্কায় ভুগছেন সদস্য-সমর্থকরা। সমস্যায় পড়েছেন ক্লাবের ফুটবলাররাও। চুক্তি না হওয়া পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে বলায় ভবিষ্যৎ নিয়ে রীতিমত দুশ্চিন্তাগ্রস্ত তাঁরা।

রফিক যেমন কয়েকদিন আগেই সই করে ফেলেছেন চেন্নাইয়ে। মঙ্গলবার ক্লাব ছেড়ে মহামেডানে ফিরে গেলেন শঙ্কর রায়ও। হীরা মন্ডল সহ বাকি ফুটবলাররাও বেশিদিন অপেক্ষা করতে রাজি নন। দিন গড়ালে দলবদলের বাজারে সকলের দর যে কমবে, সেই অবস্থা আঁচ করে অনেকেই শঙ্কিত।

আরও পড়ুন: চুক্তি সঙ্কটে ভবিষ্যৎ অন্ধকার! বাধ্য হয়ে ইস্টবেঙ্গল ছাড়লেন বাগানের আইলিগ জয়ী তারকা

এমন অবস্থায় ইস্টবেঙ্গলে ইমামির চুক্তিপত্রের খসড়া এসেছে। সেই নিয়ে ক্লাব কর্তাদের মধ্যে আলোচনায় কোনওরকম আশাপ্রদ বিষয় উঠে আসেনি।

তবে ইস্টবেঙ্গল দল গঠনের জন্য ইমামিকে তড়িঘড়ি কাজ শুরু করার অনুরোধ দিলেও ইনভেস্টর সংস্থা সেই ডাকে কতদূর সাড়া দেবে, তা নিয়ে সংশয় থাকছেই।

সদস্য-সমর্থক-প্রাক্তনদের চাপে ইস্টবেঙ্গল কার্যত বল ঠেলে দিল ইনভেস্টর ইমামির কোর্টে। ক্লাব কর্তাদের অনুরোধে শেষ পর্যন্ত বরফ গলবে কিনা, তা সময়ই বলবে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: East bengal investor emami group team building ex footballers committee