প্যারিস অলিম্পিকে ভারতের ফুটবল দলকে দেখতে পাওয়া যেতে পারে। তবে তার আগে অনুর্দ্ধ-২৩ এএফসি এশিয়ান কাপের মূলপর্বে ভালো পারফরম্যান্স করতে হবে। কাতারে অনুষ্ঠিত হতে চলা এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকিশন রাউন্ডে খেলতে নামার আগে ভারতীয় ফুটবলে ধুন্ধুমার পরিস্থিতি।
চিনের ডালিয়ানে অনুর্দ্ধ-২৩ এএফসি এশিয়ান কাপের কোয়ালিফিকেশন রাউন্ড খেলা হবে সেপ্টেম্বর ৬-১২ পর্যন্ত। সেই টুর্নামেন্টে খেলতে নামার আগে ভুবনেশ্বরে প্রাক-টুর্নামেন্ট প্রস্তুতি ক্যাম্প বসছে অগাস্টের ১২ তারিখ থেকে। সেই টুর্নামেন্টেই এবার জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়া নিয়ে সংঘাতের স্ট্যান্স নিল বেশ কয়েকটি আইএসএল ফ্র্যাঞ্চাইজি। জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স এবং মুম্বই সিটি এফসি জাতীয় দলের শিবিরের জন্য ফুটবলার ছাড়তে চাইছে না। ইতিমধ্যেই ফেডারেশনকে চিঠি দেওয়া হয়েছে তিন ফ্র্যাঞ্চাইজিট পক্ষ থেকে।
ডুরান্ড শুরু হয়ে গিয়েছে। ডুরান্ড শেষ হয়ে গেলেই আইএসএল-এর দামামা বেজে যাবে। এমন অবস্থায় দলের ফুটবলারদের ছাড়লে দলের ভারসাম্যে ব্যাঘাত ঘটবে। তাই আপাতত আইএসএল ফ্র্যাঞ্চাইজিরা জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে অস্বীকার করেছে।
এমনিতে ফিফার গাইডলাইন অনুযায়ী, আন্তর্জাতিক উইন্ডোতে জাতীয় দলের ফুটবলার ছাড়া বাধ্যতামূলক। তবে এশিয়ান গেমস এবং এএফসি কাপ কোয়ালিফায়ার এই উইন্ডোর বাইরে। সেই 'ফাঁক' পেয়েই এবার ফুটবলার ছাড়তে গড়িমসি করছে ক্লাবগুলো।
এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের স্কোয়াড এখনও ফেডারেশনের তরফে ঘোষণা করা হয়নি। তবে সম্ভাব্য স্কোয়াডে ইস্টবেঙ্গলের ২ জন (গুরকিরত সিং, প্রভসুখন সিং গিল), মুম্বই সিটি এফসির ৫ জন এবং কেরালার ৩ ফুটবলার রয়েছেন। চিঠি পাঠানোর বিষয়টির সত্যতা স্বীকার করে ফেডারেশনের সচিব শাজি প্রভাকরণ স্পোর্টসস্টার-কে বলেছেন, "এশিয়ান গেমস নয়, বরং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ফুটবলার রিলিজ করা নিয়ে আইএসএল ক্লাবের চিঠি পেয়েছি। এই বাধ্যবাধকতার।বুশয়টি বোধগম্য। তবে আমাদের বৃহত্তর ছবির কথা ভাবতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় দেশের ফুটবলের উন্নতির কাজ করতে হবে। আপাতত আমরা গোটা ইস্যুতে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।"
"ভারতে ফুটবলের উন্নতি সম্ভব যদি জাতীয় দল সাফল্য পায়। এই মুহূর্তে আমরা এক রূপান্তর পর্বের মধ্য দিয়ে যাচ্ছি। জাতীয় দলকে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক করে তুলতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে কোনও সুযোগ হাতছাড়া করা উচিত হবে না।"