scorecardresearch

কলকাতার তিন প্রধানকে বেনজির সম্মান! বঙ্গবিভূষণ স্বীকৃতি এবার কলকাতা ফুটবলকেই

শুক্রবারই বড়সড় ঘোষণা করে দেওয়া হল রাজ্য সরকারের তরফ থেকে। তিন ক্লাবকেই বড়সড় সম্মান মুখ্যমন্ত্রীর।

কলকাতার তিন প্রধানকে বেনজির সম্মান! বঙ্গবিভূষণ স্বীকৃতি এবার কলকাতা ফুটবলকেই

কলকাতার তিন প্রধানকে বেনজির সম্মান প্রদর্শন করতে চলেছে রাজ্য সরকার। ইস্টবেঙ্গল, মহামেডান, মোহনবাগানকে এবার রাজ্য সরকারের তরফ থেকে বঙ্গবিভূষণ দেওয়া হবে। শুক্রবারই রাজ্য সরকারের তরফে সরকারি বিবৃতিতে জানিয়ে দেওয়া হল, আগামী ২৫ জুলাই নজরুল মঞ্চে তিন ক্লাবকে সংবর্ধিত করা হবে।

এদিন শুক্রবারই রাজ্য সরকারের তরফে তিন ক্লাবে পৌঁছে গিয়েছে চিঠি। ক্লাব সভাপতিদের উদ্দেশ্যে বিশেষ বার্তাও দিয়েছেন তিনি। মোহনবাগানকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, “মোহনবাগান ক্লাব বাঙালির কাছে এক আবেগের নাম। শুধু ফুটবল নয়, ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ধারায় মোহনবাগানের অবদান অনস্বীকার্য। মোহনবাগান ক্লাব শুধু বাঙালির কাছে নয়, সমগ্র ভারতবাসীর কাছে গৌরবের স্থানে দখল করেছে।”

মহামেডানকে পাঠানো চিঠিতে রাজ্য সরকারের তরফে লেখা হয়েছে, “বাংলার ক্রীড়াক্ষেত্রে মহামেডান স্পোর্টিং এক বিশেষ নাম। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সঙ্গে একই স্বরে উচ্চারিত হয় মহামেডান স্পোর্টিংয়ের নাম। ক্রীড়াক্ষেত্রে মহামেডান স্পোর্টিং বাঙালি তথা সমগ্র ভারতবাসীর হৃদয়ে গৌরবের স্থান দখল করে রয়েছে।”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: East bengal mohun bagan mohammedan to be conferred bangobivushan announces cm mamata banerjee