/indian-express-bangla/media/media_files/2025/05/31/e1kkqPPhOBAWPX6SRL4N.jpg)
East Bengal Transfer News: এই মরশুমে ফুটবলার ট্রান্সফার মার্কেটে সবাইকে টেক্কা দিচ্ছে ইস্টবেঙ্গল
East Bengal FC Transfer News: প্রথমে ISL 2025-26, তার পর এবার ডুরান্ড কাপ নিয়েও আশঙ্কার মেঘ। কিন্তু ভারতীয় ফুটবলে ডামাডোলের মধ্যেই দলবদল বাজারে বিকিকিনি থেমে নেই। এই মরশুমে ফুটবলার ট্রান্সফার মার্কেটে সবাইকে টেক্কা দিচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal)। এবার এক জবর ট্রান্সফার আপডেট এসেছে লাল-হলুদ সমর্থকদের জন্য।
প্যালেস্তাইনের মিডফিল্ডার মহম্মদ রশিদ এবং বসুন্ধরা কিংসে খেলা ব্রাজিলিয়ান মিগুয়েলকে সই করিয়ে দলবদলের বাজারে সেরা চমক দিয়েছে লাল-হলুদ শিবির (East Bengal FC)। কিন্তু এখানেই তারা থেমে থাকছে না। বরং আরও বেশ কিছু ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। কয়েকজনের সঙ্গে কথা পাকাও করে ফেলেছে। এবার এক নয়া ট্রান্সফার আপডেট এসেছে লাল-হলুদ সমর্থকদের জন্য।
রশিদ এবং মিগুয়েলকে সই করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। সামনের মরশুমে দুই বিদেশিকেই লাল-হলুদ জার্সিতে দেখা যাবে। এফসি গোয়া (FC Goa) থেকে লেফট ব্যাক জয় গুপ্তার সঙ্গেও কথা পাকা। শুধু সই করানো বাকি। চ্যাম্পিয়ন্স লিগে খেলা অ্যাটলেটিকো মাদ্রিদের প্রাক্তন ফুটবলারের সঙ্গেও কথাবার্তা চলছে। এই অবস্থায় রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে এফসি গোয়ারই আরেক ফুটবলারের সঙ্গে কথা চলছে লাল-হলুদ শিবিরের। এই দলবদল সত্যি হলে গোয়ার ঘর ভেঙে দুই ফুটবলারকে তুলে নেবে ইস্টবেঙ্গল। কে সেই ফুটবলার, জেনে নিন।
আরও পড়ুন ইস্টবেঙ্গলের পথে ইউরোপে খেলা 'গোলমেশিন', খুশিতে লাফাচ্ছেন লাল-হলুদ সমর্থকরা
জানা গিয়েছে, গোয়ার সেন্টার ব্যাক নিম দর্জি তামাংকে নিয়ে আগ্রহী ইস্টবেঙ্গল। কোচ মানোলো মার্কেজের দল গোয়ার এই সেন্টার ব্যাক সিকিমের ফুটবলার। ২০২৩-২৪ মরশুমে হায়দরাবাদ এফসি থেকে গোয়াতে যোগ দিয়েছিলেন তিনি। গত মরশুমে মাত্র ৮টি ম্যাচ খেলতে পেরেছেন গোয়ার হয়ে। অধিকাংশ সময়ই পরিবর্ত ফুটবলার হিসাবে নেমেছেন। তবে রক্ষণভাগে বেশ শক্তপোক্ত ফুটবলার। গত সিজনে রক্ষণভাগেই বেশি ভুগেছে ইস্টবেঙ্গল। তাই এবার ডিফেন্স শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে লাল-হলুদ ব্রিগেড। জয় গুপ্তার পাশাপাশি ডিফেন্সে তামাং ভাল বিকল্প হতে পারেন।
আরও পড়ুন ইস্টবেঙ্গলকে আর ঠেকায় কে! ISL কাঁপানো তারকা ফুটবলার লাল-হলুদের পথে
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/24/nim-dorjee-tamang-2025-06-24-16-12-51.jpg)
২৯ বছরের তামাং ভারতের অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে খেলেছেন। এই মুহূর্তে জানা গিয়েছে, তামাং নিজেই গোয়া ছাড়তে চাইছেন। যাতে নতুন ক্লাবে গিয়ে বেশি গেমটাইম পান। বর্তমানে তাঁর মার্কেট ভ্যালু ৪০ লক্ষ টাকা। সেন্ট্রাল ডিফেন্স ছাড়াও খেলতে পারেন রাইট ব্যাকে। শোনা যাচ্ছে, জয় গুপ্তার পাশাপাশি তাঁকেও নিতে আগ্রহী ইস্টবেঙ্গল। এবার দেখা যাক লাল-হলুদের সঙ্গে তাঁর কথাবার্তা কতদূর এগোয়।