Advertisment

ডার্বির আগেই ইস্টবেঙ্গলে নতুন ফরোয়ার্ড! মরিয়া হয়ে 'মাঠে নামল' লাল-হলুদ শিবির

বড়সড় ঘোষণা করতে চলেছে ইস্টবেঙ্গল

author-image
Subhasish Hazra
New Update
East Bengal 6

ডার্বির আগেই নতুন ফুটবলারের আগমন ঘটল লাল-হলুদ শিবিরে। মুথুত একাডেমি থেকে উঠে আসা ফরোয়ার্ড বিষ্ণু পিভির সঙ্গে ইস্টবেঙ্গল চুক্তি চূড়ান্ত করে ফেলল। তবে ডুরান্ড নয়, বিষ্ণুকে আপাতত নেওয়া হচ্ছে কলকাতা লিগের বাকি সিজনের জন্য।

Advertisment

কলকাতা লিগে ভালো-মন্দ মিশিয়ে পারফর্ম করছে ইস্টবেঙ্গল। কোচ বিনো জর্জের তত্ত্বাবধানে লিগে সাত ম্যাচ খেলে ইস্টবেঙ্গল আপাতত গ্রুপ-১'এ দ্বিতীয় স্থানে রয়েছে। চারটে ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গল ড্র করেছে তিনটে ম্যাচে। ভবানীপুর গ্রুপ এ'র শীর্ষে রয়েছে সাত ম্যাচে হাফডজন জিতে।

বুধবারই ইস্টবেঙ্গল কলকাতা লিগের পরবর্তী ম্যাচে নামছে রেলওয়ে এফসির বিপক্ষে। ঘটনা হল, বিনো জর্জের প্রশিক্ষণাধীন দলের মাঝমাঠে দীপ সাহা, কুশ ছেত্রীর মত হাতে গোনা কিছু ফুটবলার জ্বলে উঠলেও আক্রমণভাগে জেসিন টিকে, সৌরভ বিশ্বাস, অভিষেক কুঞ্জম-রা ধারাবাহিকতার অভাবে ভুগছেন। লাল-হলুদের আক্রমণভাগ সেভাবে ডাগ কাটতে পারছে না। সেই কারণেই আক্রমণভাগ শক্তিশালী করার জন্য নিয়ে তড়িঘড়ি ভিত্তিতে নিয়ে আসা হচ্ছে বিষ্ণু পিভিকে। মুথুত একাডেমি থেকে বেড়ে ওঠা বিষ্ণু গোকুলাম কেরালার বি দলেও খেলেছেন।

কোচ বিনো জর্জের সুপারিশ মেনেই সই করানো হচ্ছে কেরল ফরোয়ার্ডকে। বেশ কয়েকজনকে ইস্টবেঙ্গলের ট্রায়ালে ডাকা হয়েছিল। তাঁদের মধ্যেই পছন্দ হয়েছে বিষ্ণুকে। জানা যাচ্ছে, সই পর্ব চূড়ান্ত হয়ে গিয়েছে। স্থানীয় লিগে ভালো পারফর্ম করতে পারলে বিষ্ণুকে সিনিয়র দলে প্রমোটও করা হতে পারে।

আপাতত ইস্টবেঙ্গলকে বিষ্ণু কলকাতা লিগে ভাল জায়গায় নিয়ে যেতে পারেন কিনা, সেটাই দেখার।

Eastbengal East Bengal Kolkata Football Calcutta Football League East Bangal East Bengal Club
Advertisment