Advertisment

ডুরান্ডের টিকিট প্রত্যাখ্যান ইস্টবেঙ্গল কর্তাদের! বিদ্রোহ জিইয়ে রেখে ডার্বির টিকিট বিক্রি লাল-হলুদ তাঁবুতেই

ডার্বি নিয়ে বেনজির সিদ্ধান্ত ইস্টবেঙ্গল কর্তাদের

author-image
Subhasish Hazra
New Update
NULL

ডার্বির টিকিট বণ্টনে অসন্তুষ্ট হয়ে ক্রীড়ামন্ত্রীর বৈঠক থেকেই একদিন আগে বেরিয়ে এসেছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবারেই ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়ে দিয়েছিলেন, জরুরি বৈঠকে বসবে ইস্টবেঙ্গলের কর্মসমিতির সদস্যরা। আলোচ্য বিষয় হবে, ডুরান্ডের বাকি ম্যাচে দেখতে যাওয়া থেকে বয়কটের পথে হাঁটবে কিনা লাল-হলুদ শিবির।

Advertisment

বুধবার ইস্টবেঙ্গল বৈঠকে বসেছিল ক্লাব তাঁবুতে। রাতে ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ডুরান্ডের টিকিট বন্টন নিয়ে আয়োজক কমিটির বিরুদ্ধে যেভাবে বৈঠকের মাঝপথে বেরিয়ে এসেছিল ক্লাব কর্তারা, সেই ঘটনাকে সাধুবাদ জানিয়েছে, ক্লাবের কর্মসমিতির সকল সদস্যরা। ইস্টবেঙ্গলের তরফে শীর্ষকর্তা দেবব্রত সরকার বিষ্ফোরকভাবে জানিয়ে দিয়েছিলেন, ক্লাব তো বটেই ইনভেস্টর-স্পনসরদের জন্য প্রয়োজনীয় টিকিটের আশ্বাস না পেয়েই বৈঠক ত্যাগ করেছিলেন লাল-হলুদ কর্তারা।

বুধবার বিকালে চারটে নাগাদ ডুরান্ড কাপের আয়োজক কমিটি এবং ক্রীড়ামন্ত্রীর দফতর থেকে ইমেল করা হয় লাল-হলুদ শিবিরে। ক্লাবের সদস্য-মেম্বারদের জন্য ৫০০০ টিকিট দেওয়া হবে ইস্টবেঙ্গলকে। ১০ এবং ১১ অগাস্ট সকাল ১১ টা থেকে সন্ধ্যে ৬ টা এবং ১২ অগাস্ট সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ইস্টবেঙ্গলের সমর্থকদের টিকিট বিক্রি করবে ডুরান্ড কাপের আয়োজক কমিটি। ইস্টবেঙ্গল প্রাঙ্গণ থেকে।

আরও পড়ুন: বাধ্যতামূলক জায়গায় আমরা নেই! ডার্বির আগে আগুন জ্বালিয়ে মাঠে না যাওয়ার হুমকি নিতু সরকারের

ডুরান্ড কাপের আয়োজক কমিটির পক্ষ থেকে ইস্টবেঙ্গল কর্তাদের যে পরিমাণ ভিভিআইপি টিকিট বরাদ্দ করা হয়েছে, তাতেও সন্তুষ্ট নয় লাল-হলুদ শিবির। ক্লাবের বক্তব্য, উক্ত পরিমাণ টিকিট ইনভেস্টর, স্পনসর এবং ক্লাবের কর্মসমিতির সদস্যদের মধ্যে বণ্টন করার জন্য যথেষ্ট নয়। তাই সেই টিকিট প্রত্যাখ্যান করেছে ইস্টবেঙ্গল।

Indian Football Kolkata Football East Bengal Club East Bangal East Bengal Eastbengal
Advertisment