করোনা আবহে জরুরী অবস্থা ঘোষণার মধ্য দিয়ে সময়ের আগেই খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইস্টবেঙ্গল ক্লাবের বিনিয়োগকারী কোয়েস কর্প। এই মর্মেই এবার খেলোয়াড়দের আবেদনের ভিত্তিতে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) দ্বারস্থ হল দ্য ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনস অফ ইন্ডিয়া (এফপিএআই)। করোনার জেরে এমনিতেই বাতিল হয়েছে সমস্ত খেলা। এরই মাঝে ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের চুক্তি বাতিলে সরগরম ময়দান।
সম্প্রতি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছিল বেঙ্গালুরুর এই কোয়েস কর্প বিনিয়োগকারী সংস্থাটি। কিন্তু সময়ের আগেই করোনার জেরে 'ফোর্স ম্যাজুর' শব্দ ব্যবহার করে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাতিলের পরই এফপিএআই-এর কাছে অভিযোগ জানান ইস্টবেঙ্গলের প্লেয়াররা।
'ফোর্স ম্যাজুর' শব্দের অর্থ হল, অপ্রত্যাশিত পরিস্থিতিতে কাউকে চুক্তি সম্পন্ন করা থেকে বিরত করা। এরপরই আই লিগের বাকি ম্যাচ না খেলার দরুণ বেতন না দেওয়ার কারণে ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা অভিযোগ জানায় এফপিএআই-এর কাছে।
এফপিএআই-এর আধিকারিক সিদ্ধার্থ ভট্টাচার্য সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “প্রথমে কেবল তিন-চার জন খেলোয়াড় এসেছিলেন। এখন আমাদের কাছে ইতিমধ্যেই প্রায় ১২ জন এসেছেন। আমরা তাঁদের চুক্তিগুলি খতিয়ে দেখছি। প্রথমে আমরা বিনিয়োগকারীদের (কোয়েস কর্পস) সঙ্গে যোগাযোগ করব। তাঁদের বক্তব্য শোনার পরে আমরা এআইএফএফ প্লেয়ারের স্ট্যাটাস কমিটিতে যাব।"
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন