Advertisment

৩০ জনের স্কোয়াড ঘোষণা করল ইস্টবেঙ্গল! মঙ্গলবার বিরাট আপডেট লাল-হলুদ শিবিরের

স্কোয়াড ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইএসএল-এ হতাশাজনক পারফরম্যান্স। চাকরি গিয়েছে কোচ স্টিফেন কনস্টানটাইনের। গোটা দল নতুন কোচের তত্ত্বাবধানে ঢেলে সাজানো হবে। এখনও চূড়ান্ত নয় ইস্টবেঙ্গলের নতুন কোচ। বিনিয়োগকারী কর্তাদের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শীঘ্রই, পয়লা বৈশাখের আগে নতুন কোচের নাম জানিয়ে দেওয়া হবে। জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলের কোচ হিসেবে আগামী কয়েকদিনের মধ্যেই সের্জিও লোবেরার নাম ঘোষণা করতে পারে ইমামি কর্তৃপক্ষ। কথাবার্তা প্রায় চূড়ান্ত।

Advertisment

আরও পড়ুন: হাবাস নয়, বিখ্যাত স্প্যানিশ কোচকেই চূড়ান্ত করে ফেলল ইস্টবেঙ্গল! দলগঠনে নতুন চমকের অপেক্ষা

ছাঁটাই হওয়া স্টিফেন কনস্টানটাইন দায়িত্বে রয়েছেন সুপার কাপ পর্যন্ত। চলতি সপ্তাহের বৃহস্পতিবারই সুপার কাপ খেলতে কেরলের মাঞ্জেরিতে উড়ে যাবে ইস্টবেঙ্গল। সুপার কাপে ৯ এপ্রিল প্ৰথম ম্যাচ খেলতে নামবে ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরকে প্ৰথম ম্যাচেই সামলাতে হবে আইএসএলের গোল্ডেন বুটজয়ী স্ট্রাইকার দিয়েগো মরিসিওকে।

আরও পড়ুন: কলকাতায় আসছেন না রোনাল্ডিনহোর প্রাক্তন সতীর্থ! চুক্তি বাড়ালেন ISL-এর গোল্ডেন বুটজয়ী

সুপার কাপে নামার আগে জোড়া প্ৰস্তুতি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। প্ৰথম ম্যাচে মহামেডানের কাছে পিছিয়ে থেকেও ৪-৩ গোলে দুরন্ত জয় পেয়েছে কনস্টানটাইন ব্রিগেড। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে চেন্নাইয়িন এফসির কাছে ০-১ গোলে হেরে বসেছে তাঁরা।

সুপার কাপ অভিযানের মধ্যেই এবার দ্বিতীয় ডিভিশনের আইলিগের জন্য স্কোয়াড জানিয়ে দিল ইস্টবেঙ্গল। গ্রুপ সি'তে ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে ডায়মন্ড রক, শিলং লাজং এফসি এবং ইউনাইটেড এফসি। প্রতিটি আইএসএল-এর রিজার্ভ দলই দ্বিতীয় ডিভিশনের আইলিগে অংশ নিচ্ছে। ২০টি দলকে চারটে করে গ্রুপে ফেলা হয়েছে। প্রতিটি গ্রুপের সেরা দল এবং সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল ফাইনাল রাউন্ডে খেলবে। ইস্টবেঙ্গল রিজার্ভ দল মঙ্গলবারই গ্রুপের প্ৰথম ম্যাচে খেলতে নামছে শিলং লাজংয়ের বিপক্ষে।

আরও পড়ুন: আগামী সিজনেও কি মোহনবাগান সুপার জায়ান্টসে খেলবেন! দু-বার ISL জয়ী বিদেশি জানিয়েই দিলেন

হিরো দ্বিতীয় ডিভিশন লিগের জন্য ইস্টবেঙ্গলের স্কোয়াড:

আদিত্য পাত্র, সুয়াশ জয়সোয়াল, মহম্মদ নিশাদ, শুভেন্দি মান্ডি, সঞ্জীব ঘোষ, মহিতোষ রায়, অর্পণ পল্যে, বিষ্ণু টিএম, দীপ সাহা, তন্ময় দাস, শুভম ভৌমিক, নিরঞ্জন মন্ডল, বিবেক সিং, আদিল অমল, অতুল উন্নিকৃষ্ণন, লিজো কে, জেসিন টিকে, অমরজিৎ সিং কিয়াম, আঙ্গুসানা, প্রীতম কুমার সিং, তুহিন দাস, হিমাংশু জাংড়া, নবি হুসেইন খান, রাহুল নস্কর, সৌরভ বিশ্বাস, নসিব রহমান, আমান সিকে, মহম্মদ রোশাল, শ্যামল বেসরা, কুশ ছেত্রী

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal East Bengal Club
Advertisment