Advertisment

নয়া টাইটেল স্পনসর ইস্টবেঙ্গলে! পাঁচতারা হোটেলে বিরাট ঘোষণায় ঝড় লাল-হলুদ শিবিরের

ইস্টবেঙ্গল বড়সড় ঘোষণা করে দিল

author-image
Subhasish Hazra
New Update
East Bengal

ইস্টবেঙ্গল (এক্সপ্রেস ফটো: শশী ঘোষ)

ইস্টবেঙ্গল ক্লাবে এল নতুন স্পনসর। আইএসএল-এ নতুন সিজন শুরু করেছে লাল হলুদ শিবির। কুয়াদ্রাত জমানায় ইস্টবেঙ্গল আইএসএল প্ৰথম জয় ছিনিয়ে নিয়েছে হায়দরাবাদ এফসির বিপক্ষে। এবার ক্রিকেট দলের স্পন্সরের নাম-ও ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল।

Advertisment

আগামী তিন সিজনের জন্য ইস্টবেঙ্গল ক্রিকেট দলের স্পনসর হিসাবে ঘোষিত হল শ্রাচি গ্রুপের নাম। মধ্য কলকাতার পাঁচতারা হোটেলে সোমবার আনুষ্ঠানিকভাবে ইস্টব ক্লাবের পক্ষ থেকে নতুন স্পন্সরের নাম জানিয়ে দেওয়া হল। আগামী সিজনে ইস্টবেঙ্গল ক্লাবের মেন্টর হিসাবে নিযুক্ত হলেন কিংবদন্তি সন্দীপ পাতিল। সোমবার তাঁকে উত্তরীয় পরিয়ে অনুষ্ঠানে বরণ করিয়ে নেওয়া হয়। হাতে তুলে দেওয়া হয় শতবর্ষ স্মারক। সঙ্গেসঙ্গেই ক্লাবের আজীবন সদস্যপদ তুলে দেওয়া হয় তাঁর হাতে।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সন্দীপ পাতিল নিজের বক্তব্যে ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সময়কার নানা ঘটনা তুলে ধরেন। বলেন, ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট টিমের চিফ মেন্টরের ভূমিকায় কাজ করতে তিনি উদগ্রীব।

এছাড়াও উপদেষ্টা হিসেবে থাকবেন ভারতের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী এবং এশিয়ান গেমসে ভারতের মহিলা দলের বোলিং কোচ রাজীব দত্ত। দলের হেড কোচ হিসেবে যথারীতি থাকছেন আব্দুল মুনায়েম। মেন্টর হিসাবে আগেই ছিলেন সম্বরণ বন্দোপাধ্যায়। সেই তালিকায় এবার যুক্ত হল সন্দীপ পাতিলের নাম। সন্দীপ পাতিল তো বটেই ঝুলন গোস্বামী, রাজীব দত্ত-ও সোমবার হাজির ছিলেন হোটেলে।

গোটা অনুষ্ঠান ছিল চাঁদের হাঁট। শ্রাচি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি মহাশয় সহ গ্ৰুপের আরো অনেকে। ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, সহ সচিব রূপক সাহা, ক্রিকেট সচিব মানস রায়, ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায়, কার্যকরী সমিতির সদস্য দেবব্রত সরকার ও ক্লাবের কার্যকরী সমিতির সকল সদস্যগণ। সেইসঙ্গে হাজির ছিলেন সিএবি'র বর্তমান সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়াও।

Eastbengal East Bengal Club East Bengal East Bangal
Advertisment