Advertisment

East Bengal Transfer News: টটেনহ্যাম, রিয়েল-বার্সার তারকা Iago Falque Silva এবার ইস্টবেঙ্গলে! নতুন বছরেই বিরাট আপডেট

East Bengal in Super Cup 2024: বছরেই এবার সুপার কাপের আসর বসছে ভুবনেশ্বরে। এই টুর্নামেন্ট থেকেই সাফল্যের পথে প্রত্যাবর্তন করতে চাইছে ইস্টবেঙ্গল শিবির। আর সেই জন্যই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোকে পাখির চোখ করছে মশাল বাহিনী।

author-image
Subhasish Hazra
New Update
East Bengal | Super Cup 2024 | Iago Silva

Iago Falque Silva in East Bengal: ইস্টবেঙ্গল নাম লেখাতে চলেছেন স্প্যানিশ তারকা ইয়াগো (এক্সপ্রেস ফটো শশী ঘোষ, টুইটার)

Kalinga Super Cup 2024: নতুন বছর। নতুন লক্ষ্য। ২০২৩-এ মরসুমের শুরুটা খুব আশাপ্রদভাবে শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গিয়েছিল কার্লেস কুয়াদ্রাতের লাল-হলুদ বাহিনী। তবে আইএসএল-এ সেভাবে ধারাবাহিকতা দেখাতে পারেনি ইস্টবেঙ্গল শিবির। হার-ড্রয়ের আবর্তে ইস্টবেঙ্গল আপাতত লিগ টেবিলের আট নম্বরে নেমে গিয়েছে।

Advertisment

তবে এই ব্যর্থতার খরা কাটাতে মরিয়া কুয়াদ্রাত শিবির। নতুন বছরেই ইস্টবেঙ্গলে সম্ভবত যোগ দিতে চলেছেন স্প্যানিশ স্ট্রাইকার ইয়াগো ফালক সিলভা (Iago Falque Silva)। জানা যাচ্ছে, আপাতত সুপার কাপের জন্যই তাঁকে রেজিস্ট্রেশন করা হবে। ইস্টবেঙ্গল গত সিজনে বেছে বেছে আইএসএল অভিজ্ঞ বিদেশি তারকাদের নেওয়ার পথে হেঁটেছে। তবে জেভিয়ের সিভেরিও তোরো আইএসএল-এ সেভাবে সুবিধা করতে পারেননি।

নতুন বছরেই এবার সুপার কাপের আসর বসছে ভুবনেশ্বরে। এই টুর্নামেন্ট থেকেই সাফল্যের পথে প্রত্যাবর্তন করতে চাইছে ইস্টবেঙ্গল শিবির। আর সেই জন্যই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোকে পাখির চোখ করছে মশাল বাহিনী। সুপার কাপে দলের সঙ্গে এখনও যোগ দেননি কোচ কুয়াদ্রাত। তবে সহকারী কোচ বিনো জর্জ এবং দিমাস ডেলগাদোর তত্ত্বাবধানে অনুশীলন সারছে লাল-হলুদ ব্রিগেড। দলের সঙ্গে নেই সিভেরিও। তাঁকে নিয়ে এখনও দ্বিধাবিভক্ত শিবির।

আরও পড়ুন: ISL, আইলিগ জয়ী ইস্ট-মোহন তারকা! নির্বাচনে নেমেই গোল, করলেন বাজিমাত, হলেন MLA

সিভেরিওকে দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোয় রিলিজ করা নিয়েও সংশয়ে রয়েছে টিম ম্যানেজমেন্ট। কোনও রকমে তাঁর বদলি ইয়াগো সিলভা যদি প্রত্যাশিত মাত্রায় পারফর্ম না করতে পারেন, তাহলে অনেক টাকার গচ্চা দিতে হবে ইস্টবেঙ্গলকে। তাই আপাতত ইয়াগোকে সিভেরিওর ব্যাক আপ হিসাবে ধরে রাখার পরিকল্পনা রয়েছে লাল-হলুদ শিবিরের। তিনি ভালো পারফর্ম করলে সিভেরিওকে সরিয়ে তাঁকে আইএসএল-এর পরবর্তী পর্যায়ে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। আপাতত এমন পরিকল্পনা কষেই এগোনো হচ্ছে কুয়াদ্রাত ব্রিগেডের তরফ থেকে। সুপার কাপে ইয়াগোর পারফরম্যান্সের ওপর নজর থাকবে সমর্থক, ক্লাবের।

জানা যাচ্ছে, স্প্যানিশ স্ট্রাইকার ইয়াগোর সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত। শীঘ্রই দলের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হবে তাঁর নাম। কয়েকদিন আগেই ৩৪ বছরে পা দেওয়া ইয়াগোর প্রোফাইল বেশ ঝকঝকে। রিয়েল মাদ্রিদের যুব দল থেকে উত্থান। বার্সেলোনার যুব দলেও ছিলেন। সেই সময় যুব স্তরে ধারাবাহিক পারফর্ম করেও ফ্রাঙ্ক রাইকার্ডের সিনিয়র বার্সেলোনা অথবা লুইস এনরিকের বার্সেলোনা-বি দলেও জায়গা করে নিতে পারেননি কাতালান ক্লাবটিতে তারকা খচিত পরিবেশ থাকায়। স্পেন থেকে যুব স্তরেই চলে আসেন ইতালির সিরি-এ'তে। নাম লেখান জুভেন্টাস এবং পরবর্তীতে এফসি বারি-তে।

আরও পড়ুন: বছরের শুরুতেই বাগান ছাড়লেন ফেরান্দো! চ্যাম্পিয়ন গুরুর হাতেই দায়িত্ব হস্তান্তর ISL জয়ী কোচের

সিনিয়র কেরিয়ার শুরু করেন জুভেন্টাস-এ। নক্ষত্রখচিত জুভেন্তাস-এর স্কোয়াডে থাকলেও কখনই অভিষেক ঘটানোর সুযোগ হয়নি তাঁর। ২০১১-এ তিনি পাড়ি দেন প্রিমিয়ার লিগে। এক বছরের লোন-চুক্তিতে সই করেন টটেনহ্যাম হটস্পারে। উয়েফা ইউরোপা লিগে গ্রিক ক্লাব পিওএকে-র বিপক্ষে। প্রিমিয়ার লিগে সেই সিজনের একমাত্র ম্যাচ খেলেন এভার্টনের বিপক্ষে। জার্মেইন ডিফোর বদলি হিসাবে।

এরপরে স্প্যানিশ লিগে আলমেইরা, রায়ো ভ্যালকানোর মত দলের জার্সিতে যেমন খেলেছেন তেমন সিরি-এ'তে জেনোয়া, রোমা, তুরিনোয় খেলেছেন। স্পেনের যুব দলের নিয়মিত তারকা ইয়াগো গত সিজনে নাম লিখিয়েছিলেন কলম্বিয়ান লিগে আমেরিকা দে ক্যালিতে।

স্পেনের যুব দলের হয়ে যুব বিশ্বকাপে রানার্স আপ হওয়া ইয়াগোর কেরিয়ারে নতুন অধ্যায় হতে চলেছে ইস্টবেঙ্গল। লাল হলুদে আপফ্রন্টে তাঁর পার্টনার হবেন ক্লিটন সিলভা। দুই সিলভা ম্যাজিকে নতুন বছরে নতুন শুরু হবে মশাল সাম্রাজ্যে? সময়ই উত্তর দেবে।

Indian Football Kolkata Football East Bengal Club ISL East Bengal
Advertisment