scorecardresearch

বড় খবর

যুব বিশ্বকাপের তারকা এবার ইস্টবেঙ্গলে, বিনিয়োগকারী ঘোষণার আগেই বড় চমক লাল হলুদের

East Bengal sign pre contract deal with Mumbai City FC’s right back Mohammad Rakip Sports: যুব বিশ্বকাপের তারকা এবার ইস্টবেঙ্গলে, বিনিয়োগকারী ঘোষণার আগেই বড় চমক লাল হলুদের

যুব বিশ্বকাপের তারকা এবার ইস্টবেঙ্গলে, বিনিয়োগকারী ঘোষণার আগেই বড় চমক লাল হলুদের

বিনিয়োগকারী ঠিক হয়নি। একাধিক সংস্থার সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যেই নতুন মরসুমের জন্য ইস্টবেঙ্গল প্রি কন্ট্র্যাক্ট করিয়ে ফেলল ২১ বছরের রাইট ব্যাক মহম্মদ রাকিপের সঙ্গে। দু বছরের চুক্তিতে লাল হলুদে যোগ দিচ্ছেন তিনি।

মুম্বই সিটি এফসির হয়ে আইএসএল প্লে অফ এবং উইনার্স শিল্ড জিতেছেন ২১ বছরের এই সাইডব্যাক। বর্তমানে মুম্বইয়ের হয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন। এর মধ্যেই রাকিপকে সই করিয়ে চমক দিল ইস্টবেঙ্গল।

২০১৭-য় যুব বিশ্বকাপে ছিলেন জাতীয় দলের স্কোয়াডে। স্কোয়াডে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। রাকিপের উত্থান আইএফএ-এ এলিট একাডেমি থেকে। মণিপুর থেকে উঠে আসা তারকা ২০১৬-য় নাম লেখান ইন্ডিয়ান এরোজ দলে। যুব তারকাদের নিয়েই ইন্ডিয়ান এরোজ আইলিগে প্রতিনিধিত্ব করত।

আরও পড়ুন: প্রাক্তন ইস্টবেঙ্গল কর্তার ঐতিহাসিক চুক্তি নরওয়ের ভাইকিংয়ের সঙ্গে, পাশে পেলেন শঙ্করলালকেও

২০১৭-য় রাকিপ প্ৰথম যুব বিশ্বকাপ দলের তারকা হিসাবে চুক্তিবদ্ধ হন আইএসএলের কোনও ফ্র্যাঞ্চাইজিতে। প্ৰথমে কেরালা ব্লাস্টার্সের রিজার্ভ দলের অংশ ছিলেন। আইলিগ সেকেন্ড ডিভিশনে আটটা ম্যাচেও খেলেন। ২০১৮-য় সিনিয়র দলের হয়ে আত্মপ্রকাশ ঘটে। ২০১৯/২০ মরশুমে রাকিপ ১৫ ম্যাচ খেলেন কেরালার জার্সিতে।

২০২০-তে রাকিপ নাম লেখান মুম্বই সিটি এফসিতে। আইএসএলে নিয়মিত খেলেছেন। তারপরে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডেও অন্তর্ভুক্ত করা হয় তাঁকে।

দু বছরের মুম্বইয়ের চুক্তি শেষে রাকিপের আপাতত ঠিকানা ইস্টবেঙ্গল। লাল হলুদ জার্সিতে নামবেন।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: East bengal sign pre contract deal with mumbai city fcs right back mohammad rakip