গত দুই মরশুম ধরে এফসি গোয়ার ডিফেন্সে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছিলেন। সেই স্প্যানিশ সেন্টার ব্যাককে সই করিয়ে চমক দিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল এখনও বিনিয়োগকারী স্থির করতে পারেনি। তবে দল গোছানোর কাজ শুরু দিয়েছে পুরোদমে। কয়েকদিন আগেই যুব দলে খেলা মহম্মদ রাকিপকে সই করিয়ে ফেলেছিল। এবার আসন্ন মরসুমের প্ৰথম বিদেশি হিসাবে ইস্টবেঙ্গল দু বছরের জন্য প্রি-কন্ট্র্যাক্ট করল গঞ্জালেজের সঙ্গে।
এফসি গোয়ায় খেলার আগে ৩২ বছরের স্প্যানিশ তারকা খেলেছিলেন কালচারাল লিওনেসার হয়ে। যেখানে তিনি ক্যাপ্টেন ছিলেন।
আরও পড়ুন: প্রাক্তন ইস্টবেঙ্গল কর্তার ঐতিহাসিক চুক্তি নরওয়ের ভাইকিংয়ের সঙ্গে, পাশে পেলেন শঙ্করলালকেও
গঞ্জালেজের ফুটবল হিসাবে বেড়ে ওঠা রিয়াল মাদ্রিদের আঁতুরঘরে। রিয়ালের যুব দলের প্রোড্যাক্ট তিনি। সেখান থেকে রিয়াল মাদ্রিদের সি দলে জায়গা করে নেন। ২০০৮-০৯ সালে স্পেনের তেরেসা ডিভিশনে সিনিয়র কেরিয়ার শুরু করেন রিয়াল মাদ্রিদ সি দলের জার্সিতে।
ডিফেন্সে যে কোনও পজিশনে খেলতে পারেন। রিয়াল মাদ্রিদের যুব দলে নাচোর সঙ্গে সেন্ট্রাল ডিফেন্স সামলাতেন। এছাড়াও রাউল, আর্জেন রবেন, এঞ্জেল ডি মারিয়া, ইকের ক্যাসিয়াস, করিম বেনজিমা, সের্জিও রামোস, মার্সেলোদের সঙ্গে অনুশীলন করেছেন।
আরও পড়ুন: ডার্বি খেললেই বুঝবে কলকাতা কী! বন্ধু ইভানকে বলে দিলেন লাল হলুদের প্রাক্তন স্প্যানিশ
রিয়াল মাদ্রিদের বিভিন্ন দলে ১০ বছর কাটিয়ে গঞ্জালেজ নাম লেখান স্পেনের চতুর্থ ডিভিশনে দিপর্তিভো-বি দলে। তারপরে তিনি খেলেন যথাক্রমে ইউবি কনকিউয়েন্স, কালচারাল লিওনেসা র হয়ে।
২০১৬-য় দ্বিতীয়বারের মত কালচারাল লিওনেসার হয়ে খেলেন। মোট ১৬৭টি ম্যাচ খেলেন কালচারাল লিওনেসার হয়ে। দলকে দ্বিতীয় ডিভিশনে তুলতেও সাহায্য করেন।
রেসিং ফেরোলের হয়ে কোপা ডেল রে খেলেছেন। স্প্যানিশ কাপ কম্পিটিশনে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়ার মত দেশের শীর্ষসারির দলগুলির বিরুদ্ধে মুখোমুখি হয়েছেন একাধিকবার।