Advertisment

আইএসএল খেলছে ইস্টবেঙ্গল! নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

East Bengal crisis: ইস্টবেঙ্গল খেলবে আইএসএল। এমনটাই সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee reacts to Investor Shree Cement vs East Bengal crisis

লাল-হলুদের চুক্তি বিতর্কে 'বিরক্ত' মুখ্যমন্ত্রী।

অবশেষে মিটল জট। নবান্নে বড় ঘোষণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এই বছর আইএসএলে অংশগ্রহণ করবে ইস্টবেঙ্গল। শ্রী সিমেন্টকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

Advertisment

মুখ্যমন্ত্রীর অনুরোধের পরেই গলল জল। শ্রী সিমেন্ট মুখ্যমন্ত্রীর অনুরোধ ফেলতে পারেনি। তাঁরা জানিয়ে দেয় এই বছরও বিনিয়োগ করবে শ্রী সিমেন্ট। তারপরই মধুরেন সমাপয়েৎ।

গত কয়েকদিন ধরেই রক্তচাপ বাড়ছিল লেসলি ক্লডিয়াস সরণিতে। চুক্তিপত্র মীমাংসা হওয়ার কোনও ইঙ্গিতই মিটছিল না। প্রায় প্রতিদিন বৈঠক। তারপরে কোনও না কোনও পয়েন্টে দ্বিমত হওয়া। গত দেড় মাস ধরে এমন অবস্থাতেই আটকে পড়ছিল চুক্তিজট।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল-শ্রী সিমেন্ট সম্পর্ক প্রায় শেষ, ক্ষুব্ধ মমতা মুখ খুললেন প্রকাশ্যে

চুক্তি বিতর্ক চরমে পৌঁছয় সোমবার। সেদিনই শ্রী সিমেন্টের পক্ষ থেকে বিচ্ছেদের বার্তা দিয়ে চিঠি পাঠানো হয় নবান্নে। তারপরই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া জানান। চুক্তি বিচ্ছেদ কার্যত নিশ্চিত হওয়ার পরই আসরে নামেন মুখ্যমন্ত্রী। বুধবারই ডাকা হয় ক্লাব এবং বিনিয়োগ কারী-দুই পক্ষকেই।

সেই মত এদিন ক্লাবের তরফে হাজির হন দেবব্রত সরকার, সদানন্দ মুখোপাধ্যায়। বিনিয়োগকারী শ্রী সিমেন্টের হয়ে হাজির ছিলেন এসএস খান্ডেলওয়াল এবং এস জাজু।

মুখ্যমন্ত্রী তারপরেই দুপক্ষের উপস্থিতিতে সমর্থকদের আশ্বস্ত করে ঘোষণা করেন আইএসএল খেলবে ইস্টবেঙ্গল। তারপরেই যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে ফুটবল মহলের। মুখ্যমন্ত্রী নিজের ভাষণে উল্লেখ করেন দুই মধ্যস্থতাকারীদের। এদিন অবশ্য হাজির থাকতে পারেননি রিল্যায়েন্সের প্রতিনিধি তরুণ ঝুনঝুনওয়ালা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal Sports News East Bengal Club
Advertisment