Advertisment

কোথায় আর কত টাকায় পাওয়া যাবে শতবর্ষের বিশেষ লাল-হলুদ জার্সি?

ইস্টবেঙ্গল ক্লাব কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন যে, ঠিক ১৯২০ সালে ইস্টবেঙ্গল জার্সি কেমন ছিল তা জানা সম্ভব হয়নি। ফলে ১৯২৫-২৬ সালের জার্সির ধাঁচেই নতুন জার্সি তৈরি করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
East Bengal unveil centenary jersey

কোথায় আর কত টাকায় পাওয়া যাবে শতবর্ষের বিশেষ লাল-হলুদ জার্সি? (ছবি সৌজন্য়ে: ইবিআরপিএফসি)

শতবর্ষের প্রাক্কালেই ইস্টবেঙ্গল তাদের ২০১৯-২০ মরসুমের নতুন হোম এবং অ্যাওয়ে জার্সি উন্মোচন করেছে। ক্লাব কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন যে, ঠিক ১৯২০ সালে ইস্টবেঙ্গল জার্সি কেমন ছিল তা জানা সম্ভব হয়নি। ফলে ১৯২৫-২৬ সালের জার্সির ধাঁচেই নতুন জার্সি তৈরি করা হয়েছে।

Advertisment


দেখতে গেলে ১০০-র শুভারম্ভে ইস্টবেঙ্গল ইতিহাসের হাত ধরে ৯৪ বছর পিছিয়ে গিয়েছে। আসন্ন কলকাতা লিগ, ডুরান্ড কাপ ও আই-লিগে ইস্টবেঙ্গল এই জার্সিতেই খেলবে। কিট স্পনসর কাইজেন স্পোর্টস রয়েছে এই জার্সির নেপথ্য়ে। ইস্টবেঙ্গলের দুই ফুটবলার সামাদ আলি মল্লিক ও পিন্টু মাহাতো এই জার্সি পরেন অনুষ্ঠানে।

আরও পড়ুন: রবির সকালে তিলোত্তমা রং লাল-হলুদ, মশাল জ্বালিয়ে শতবর্ষের পথ চলা শুরু ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গলের ফ্য়ানেরাও চাইছেন রেট্রো জার্সি নিজেদের সংগ্রহে রাখতে। ক্লাবের অফিসে ইতিমধ্য়ে জার্সির বিক্রি শুরু হয়ে গিয়েছে। ৯০০ টাকার বিনিময় পাওয়া যাচ্ছে নতুন এই লাল-হলুদ জার্সি।

 

১৯২৫ বললেই নস্ট্যালজিয়ায় চলে যান লাল-হলুদ ফ্য়ানেরা। সেবারই প্রথমবার ইস্ট-মোহন মুখোমুখি হয়েছিল৷ মোনা দত্তের নেতৃত্বে ১-০ ম্যাচ জিতে নিয়েছিল ইস্টবেঙ্গল৷ ম্যাচের একমাত্র গোলটি এসেছিল নেপাল চক্রবর্তীর পা থেকে। এখান থেকেই শুরু হয়েছিল ডার্বির পথ চলা।

East Bengal
Advertisment