/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/08/East-bengal-2.jpg)
ইস্টবেঙ্গল: ০
ডায়মন্ড হারবার এফসি: ০
নৈহাটি স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি। স্টিফেন কনস্টানটাইন এবং কিবু ভিকুনার মগজাস্ত্রের লড়াই দেখার জন্য উদগ্রীব হয়েছিল সমর্থকরা।
মরসুমের প্ৰথম ম্যাচে অবশ্য জয় পেল না লাল-হলুদ। প্রবল আলোচিত ডায়মন্ড হারবার এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে বসল ইস্টবেঙ্গল। নৈহাটিতে রিজার্ভ বেঞ্চের দল নামিয়েছিল ইস্টবেঙ্গল।
অন্যদিকে, পূর্ণ শক্তির ডায়মন্ডকে নামিয়ে দিয়েছিলেন বাগানকে আইলিগ এনে দেওয়া কোচ কিবু ভিকুনা।
আরও পড়ুন: ফিফার নির্বাসনের জের! কার্যত ‘পথে বসে গেল’ ইস্টবেঙ্গল, এটিকে মোহনবাগান
দুই দলই দুই অর্ধ মিলিয়ে একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল। তবে ম্যাচের মধ্যে নজরকাড়া পারফর্ম করে যান ইস্টবেঙ্গল গোলকিপার দেবনাথ মন্ডল।
প্রথমার্ধেই ডায়মন্ড জোড়া গোলে এগিয়ে যেতে পারত। তবে দেবনাথ জোড়া গোলই রুখে দেন। ম্যাচের আগেই যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিল সেখানে ইস্টবেঙ্গলের তরফে আইএসএল স্কোয়াড থেকে জেরি আঙ্গুসানা এবং নুঙ্গাকে রাখা হয়েছিল। নুঙ্গা অবশ্য ভরসা রাখার মত পারফর্ম করলেন। যদিও নজর কাড়তে পারলেন না জেরি। সেই সঙ্গে সাইড ব্যাক নিরঞ্জন এবং স্ট্রাইকার শুভম হতাশ করলেন।
গোলকিপার দেবনাথই ম্যাচের সেরা। আইএসএল স্কোয়াডে কি কনস্টানটাইন ভাববেন তারকার কথা?
ইস্টবেঙ্গল: দেবনাথ, নবি হুসেইন, নিরঞ্জন, নুঙ্গা, তুহিন দাস, জেরি, সান্না, দীপ শাহ, সঞ্জীব ঘোষ, মহিতোষ, শুভম