/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/IMG_20210810_204129_copy_1200x676.jpg)
রণে কি ভঙ্গ দেবে যুযুধান দুই প্রতিপক্ষ? দড়ি টানাটানি কি বন্ধ হবে নাকি অপেক্ষা আরও দীর্ঘতর হবে? এমন প্রশ্নের জবাব পাওয়া যেতে পারে বুধবারই। ফের একবার জরুরি ভিত্তিতে কার্যকরী কমিটির বৈঠক ডাকা হল বুধবার বিকাল ৪টেয়।
প্রাক্তন ফুটবলারদের কোর কমিটি একদিন আগেই মনোরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য মেনে চিঠি দিয়ে ক্লাবকে সরকারিভাবে সই করার প্রস্তাব দিয়েছে। যদিও মনোরঞ্জন ভট্টাচার্য সোমবার কোর কমিটির বৈঠকে হাজির ছিলেন না। শুক্রবার সেই চিঠি নিয়েই আলোচনা হবে কার্যকরী কমিটির সভায়।
আরও পড়ুন: রাজা এবার ছাড়ো গদি! ইস্টবেঙ্গলের দুর্দশায় পদ্মাপাড় থেকেই গর্জে উঠলেন আসলাম
প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বলছিলেন, "ক্লাবকে সরকারিভাবে আমরা জানিয়ে দিয়েছি সই করার পক্ষেই আমরা। মনোরঞ্জন ভট্টাচার্যের বক্তব্যে সহমত পোষণ করে আমরা সই করার প্রস্তাব দিয়েছি। আমাদের দায়িত্ব শেষ। এবার ক্লাব নিজস্ব সিদ্ধান্ত নেবে।"
প্রশ্ন হল, ক্লাব কি প্রাক্তন ফুটবলারদের প্রস্তাবেই সবুজ সঙ্কেত দেবে নাকি আরও শিথিলতার দাবি এনে 'খেলা' দীর্ঘায়িত করবে? সূত্রের খবর, বুধবারও সই না করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কারণ, এখনও চুক্তিপত্রের বহু বিষয়ে ক্লাব একমত নয়। সেই পয়েন্টগুলি সরিয়ে না শিথিল না করলে ক্লাব চুক্তিপত্রে সই না করার সিদ্ধান্তে অনড় থাকতে পারে।
এদিকে, কলকাতা লিগ পরের সপ্তাহেই শুরু হচ্ছে। সূচিও ঘোষণা করে দিয়েছে আইএফএ। এমন অবস্থায় লাল হলুদ কর্তারা শেষ মুহূর্তে সই করে সমর্থকদের বার্তা দেন কিনা, সেটাও দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us