শুক্রবারের মহা বৈঠকেও মিটল না চুক্তি জট। এবার চুক্তি সমাধানে এগিয়ে এলেন প্রাক্তন ফুটবলাররা। কার্যকরী কমিটির বৈঠকের আগেই দুপুরে প্রাক্তন ফুটবলাররা একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা সারেন। তারপরেই ১১জন প্রাক্তন ফুটবলার কমিটি গড়ে কার্যকরী কমিটির কাছে বিষয়টি জানান।
কার্যকরী কমিটির কাছে সবুজ সঙ্কেত পেয়েই এগারো জন প্রাক্তন ফুটবলার ঠিক করেন লগ্নিকারী সংস্থার সঙ্গে বিষয়টি ফয়সালার জন্য দেখা করবেন। প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানালেন, "আমরা আইনি বিষয় সেরকম ভালো বুঝিনা। তবে ক্লাবের এই দুঃসময় চুপ থাকাও মুশকিল। তাই আমরা বিষয়টি সমাধানের জন্য উদ্যোগী হয়েছি।"
আগের বৈঠকে পাঁচ বছরের দাবি উঠেছিল ক্লাব-কর্তাদের তরফে। এদিন অবশ্য ফের একবার নিশানা ঘুরে গিয়েছে এক্সিট ক্লজের দিকে। এক্সিট ক্লজে আরও নমনীয়তা চাওয়া হচ্ছে ক্লাবের তরফে। এক্সিট ক্লজ সহ আরও দু-একটি বিষয় নিয়ে প্রাক্তন ফুটবলাররা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাইছেন। সেখানে বিষয়টি ব্যাখ্যা করে বোঝাতে চাইছেন সুমিত বন্দ্যোপাধ্যায়রা। সেইসঙ্গে লগ্নিকারী সংস্থার সঙ্গেও বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্যদের।
শুক্রবার সন্ধের পরেই শ্রী সিমেন্টের প্রতিনিধির সঙ্গে ফোনে কথা হয় প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের। তবে লগ্নিকারী সংস্থার তরফে অবশ্য শুক্রবারও সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনও অবস্থাতেই চুক্তিপত্রে নতুন করে নমনীয় হওয়া সম্ভব নয়। প্রাক্তন ফুটবলারদের সঙ্গেও কোনওরকম বৈঠক করতে রাজি নয় লগ্নিকারী সংস্থা।
ক্লাবের তরফে এখনও অবশ্য কর্তারা আশাবাদী, সামান্য একটু অদল বদল করলেই চুক্তিপত্রে সই করে দেবেন তাঁরা। এমনটাই বলা হচ্ছে ক্লাব সূত্রে।
কিন্তু এই জটিলতা কতদিন, সেটাই এখন প্রশ্ন তুলছেন সমর্থকরা সমস্বরে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন