প্রয়াত আশিয়ান কাপ জয়ী ইস্টবেঙ্গলের মিডফিল্ডার কুলোথাঙ্গান

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ী প্রাক্তন মিডফিল্ডার কুলোথাঙ্গান।

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ী প্রাক্তন মিডফিল্ডার কুলোথাঙ্গান।

author-image
IE Bangla Web Desk
New Update
Kalia Kulothungan

প্রয়াত আশিয়ান কাপ জয়ী ইস্টবেঙ্গলের মিডফিল্ডার কুলোথাঙ্গান

দু’দিন আগেই ইস্টবেঙ্গল ক্লাবে ঘটা করে কেক কেটে ঐতিহাসিক আশিয়ান কাপ জয়ের ১৫ বছর পূর্তি উদযাপিত হল। আর শনিবারই এল সেই মর্মান্তিক খবরটা। ইস্টবেঙ্গলের আশিয়ান জয়ী দলের সদস্য কালিয়া কুলোথাঙ্গান পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন। শুক্রবার রাতে তামিলনাড়ুর তাঞ্জোরে বাইক দুর্ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisment

Advertisment

বছর চল্লিশের কুলোথাঙ্গান ২০০২-২০০৫ পর্যন্ত লাল-হলুদ জার্সিতে খেলেছেন। আশিয়ান কাপ ছাড়ও সৌভাষ ভৌমিকের কোচিংয়ে জাতীয় লিগ ও ফেডারেশন কাপ জেতেন কুলোথাঙ্গান। ইস্টবেঙ্গল ছেড়ে তামিলনাড়ুর এই ফুটবলার মহামেডান, মুম্বই এফসি, মোহনবাগান, ভিভা কেরল ও ভবানীপুরে খেলেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবলমহলে।