কলকাতায় এসেছেন মাত্র কয়েক সপ্তাহ। ভারতে আগে খেলেননি। তবে এই কয়েক সপ্তাহেই বাংলা শিখে ফেলেছেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান তারকা এলিয়ান্দ্র।
শনিবার ক্লাবে সকালে অনুশীলন ছিল। মাঠে ঢুকেই ক্লাবকর্মীকে স্পষ্ট বাংলা ভাষায় এলিয়ান্দ্র জিজ্ঞাসা করলেন, "দাদা, কেমন আছো?" সেই সঙ্গে আলিঙ্গন করেন সেই ক্লাবকর্মীকে। সোশ্যাল মিডিয়ায় ইস্টবেঙ্গলের টুইটার হ্যান্ডল থেকে সেই ভিডিও শেয়ার করার পরেই তা ভাইরাল।
ডুরান্ডে সেভাবে নজর কাড়তে ব্যর্থ সাম্বা তারকা। ডার্বিতে নেমে সমর্থকদের খুশি করতে পারেননি। ড্রিবল হোক বা ডজ- কোথায় কি! ডার্বিতে এলিয়ান্দ্রকে নিয়ে বেশ হতাশই হতে হয়েছিল লাল-হলুদ সমর্থকদের।
আরও পড়ুন: বাগান ছেড়ে ইস্টবেঙ্গল নয়, চ্যাম্পিয়ন তারকা যোগ দিলেন ISL-এর নক্ষত্রখচিত ক্লাবে
ইস্টবেঙ্গলে খেলে যাওয়া অন্যতম সেরা বিদেশি ডগলাস দ্য সিলভা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে কিছুদিন আগেই জানিয়েছেন, “চার বছর আগে এলিয়ান্দ্র কেরিয়ারের সেরা ফর্মে ছিল। সাও পাওলো লিগে একের পর এক ম্যাচে গোল করছিল। আসলে ওঁর এজেন্ট আমার বন্ধু। সেই সূত্রেই ইস্টবেঙ্গল কর্তাদের কাছে ওঁর নাম প্রস্তাব করেছিলাম।”
তুখোড় ফর্মে থাকা এলিয়ান্দ্রকে সেবার নেয়নি লাল-হলুদ শিবির। এবার স্টিফেন কনস্টানটাইন ফিরিয়ে এনেছেন অতীতে ক্লাবে নাম ভাসা ব্রাজিলীয় তারকাকে। তবে তিনি যে আগের ছন্দ ধরে রাখতে পেরেছেন, তা নিয়ে ফুটবল মহলেই ঘোর সংশয় রয়েছে।
আরও পড়ুন: DTDC-র সঙ্গে জুড়ে গেল ইস্টবেঙ্গলের নাম! কৃতী বঙ্গসন্তান বড় দায়িত্ব নিয়ে লাল-হলুদে
সাও পাওলো লিগে সেই সিজনে গুয়ারানির জার্সিতে টপ স্কোরার হয়েছিলেন। একের পর এক ম্যাচে গোল করছিলেন এলিয়ান্দ্র। ৩৭ ম্যাচে সেই সিজনে ১১ গোল এলিয়ান্দ্রর নামের পাশে। সেই সিজনের পর আরও দুই মরশুম ব্রাজিলীয় লিগে খেলেন তারকা। তারপরে নাম লেখান থাই লিগে।
সেই ঝাঁঝ এখন অনেকটাই উধাও এলিয়ান্দ্র-র ফুটবলে। ৩২ বছর বয়সে কেরিয়ারের শেষ লগ্নে তিনি। ডগলাস সেই বিতর্কে ঢুকতে না চেয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, “আসলে ফুটবল মুহূর্তের খেলা। সেরা ফর্মের ফুটবলারদের নিতে হয়। এলিয়ান্দ্রর এখনকার পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।”
আরও পড়ুন: জর্ডন ও’দোহার্তির জন্য ধন্যবাদ জানাতে বাধ্য হল ইমামি ইস্টবেঙ্গল! উপহার দেওয়া হল জাতীয় পতাকা
ঘটনা যাই হোক এলিয়ান্দ্র অবশ্য সমর্থকদের আস্থা অর্জন করতে পাখির চোখ করছেন আসন্ন কলকাতা লিগ এবং আইএসএল-কে। কলকাতা লিগে নামার আগে ইস্টবেঙ্গল নিউটাউনের সেন্টার অফ এক্সিলেন্স মাঠে প্রস্তুতি ম্যাচ খেলল জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে।
সেই ম্যাচে তিন গোলে জিতল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোল করে যান ভিপি সুহের, মহেশ নাওরেম এবং এলিয়ান্দ্র। ব্রাজিলীয় তারকা গোলে ফেরায় খুশি সমর্থক মহলেও। তাহলে বাংলা শিখতেই কি গোল পেলেন তারকা!