East Bengal: আইএসএলের শেষ ছয়ে যাওয়ার আশা প্রায় শেষ ইস্টবেঙ্গলের। কিন্তু এএফসি কাপকে এখন ‘ফাইনাল’ ধরে এগোতে চাইছেন কোচ অস্কার ব্রুঁজো। বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচ জিততে মরিয়া লাল-হলুদ শিবির। জেনে নিন ম্যাচের আগের সব আপডেট।
East Bengal: ইস্টবেঙ্গল বৈঠকে ইস্টবেঙ্গল কোচ ও দলের ফুটবলার মহেশ। (ছবি- ইস্টবেঙ্গল)
East Bengal’s Super Six Hopes Dim, AFC Cup Becomes The Ultimate Goal: কার্যত অসম্ভব। কিন্তু, আইএসএলের শেষ ছয়ে যাওয়ার সম্ভাবনা নাকি এখনও রয়েছে ইস্টবেঙ্গলের। এমনটাই দাবি লাল-হলুদ সমর্থকদের। এই পরিস্থিতিতে কোচ অস্কার ব্রুঁজো চাইছেন জয়ের ধারা অব্যাহত রাখতে। সামনেই এএফসি কাপ। আইএসএলকে সেমিফাইনাল ধরে এএফসি কাপের ম্যাচকেই এখন ফাইনাল ধরছেন ইস্টবেঙ্গল কোচ। সেই লক্ষ্যে ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ভালো ফল করতে মরিয়া লাল-হলুদ শিবির।
Advertisment
এই পরিস্থিতিতে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে লাল-হলুদ শিবিরের পক্ষে দলের খেলোয়াড় নাওরেম মহেশ সিং বললেন, 'সুনীল ছেত্রীর বিরুদ্ধে খেলা একটা স্বপ্নের মত। আমরা নিজেদের সেরাটা দেব। আর, শেষ ছয়ে যাওয়ার চেষ্টা করব।' আর, ইস্টবেঙ্গল কোচ অক্সার ব্রুঁজো সাংবাদিক বৈঠকে বললেন, 'দলকে সুপার সিক্সে পৌঁছে দেওয়া আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ।'
তবে ইস্টবেঙ্গল কোচ এবং মহেশ এসব বললেও ইস্টবেঙ্গলের সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা কার্যত শনিবারই অনেকটাই ধাক্কা খেয়েছে। বিশেষ করে মুম্বই সিটির সঙ্গে মোহনবাগান ড্র করার পর। ইস্টবেঙ্গলের হাতে আইএসএলের আর মাত্র দুটো ম্যাচ রয়েছে। হিসেব ছিল, যে সেই দুটো ম্যাচে ড্র করলেই হবে না। ইস্টবেঙ্গলকে অন্যান্য দলগুলোর ম্যাচের ওপরও নজর রাখতে হবে। সেই জন্য শনিবার মুম্বইয়ের সঙ্গে মোহনবাগানের ম্যাচের দিকেও নজর ছিল ইস্টবেঙ্গলের। এই ম্যাচে ড্র করে মুম্বইয়ের পয়েন্ট এখন ২২ ম্যাচে ৩৩। আর, ইস্টবেঙ্গলের ২২ ম্যাচে ২৭। মানে, বাকি দুটো ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলের পয়েন্ট দাঁড়াবে সেই ৩৩।
Advertisment
এই পরিস্থিতিতে বাস্তবটা উপলব্ধি করে লাল-হলুদ কোচ এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে দুই পর্বের খেলা নিয়েও ভাবতে শুরু করেছেন। রবিবার ২ মার্চে বেঙ্গালুরুর সঙ্গে খেলার পর ৫ মার্চ আর্কাদাগের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। ৮ মার্চ খেলবে নর্থইস্টের বিরুদ্ধে। আর, ১৩ মার্চ খেলবে আর্কাদাগের বিরুদ্ধে ফিরতি পর্বের ম্যাচে। সংকটজনক এই বর্তমান পরিস্থিতিতে সবক'টা ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে দেখতে চান কোচ অস্কার। তাঁর মতে, এই সব ম্যাচই এখন 'ফাইনাল' ম্যাচ।
এই ব্যাপারে ইস্টবেঙ্গল কোচ সাংবাদিক বৈঠকে বলেন, 'কোনও প্রতিযোগিতাকেই আলাদা গুরুত্ব দিচ্ছি না। নিজেদের সেরা ছন্দে থাকতে চাই। এজন্য মেডিক্যাল টিমকে বলেছি, খেলোয়াড়দের ফিট রাখার ব্যবস্থা করতে। সামনের সপ্তাহটা বেশ চ্যালেঞ্জিং। কোনও অজুহাত দিতে রাজি নই।'