শহর জুড়ে সাজো সাজো রব। প্রাক শীতের আমেজে ক্রিকেটের ফেস্টিভ মুডে মেতেছে 'সিটি অফ জয়'। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হচ্ছে দেশের প্রথম ডে-নাইট টেস্ট। খেলা হবে গোলাপি বলে।
সিএবি-র দেওয়ালে গ্রাফিটি থেকে শহরের বিভিন্ন প্রান্তে ফ্লেক্স। ব্য়ানার-হোর্ডিংয়ের উপস্থিতি জানিয়ে দিচ্ছে গোলাপি হচ্ছে তিলোত্তমা। ইতিমধ্য়েই শহরের বেশ কিছু বিখ্য়াত ইমারত, পার্ক ও ময়দানের ক্লাবগুলোয় গোলাপি আলোকমালায় সেজে উঠেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ।
আজও পড়ুন-দিন-রাতের টেস্ট: কেন বাংলাদেশি পেসাররা বল জলে চুবিয়ে খেলছেন?
পাঁচ দিনের এই বিশেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে বিসিসিআই ও সিএবি আয়োজনে কোনও ঘাটতি রাখছে না। সর্বাঙ্গিক ভাবে সুন্দর করে তোলার জন্য় সর্বতভাবেই চেষ্টা করছে তারা। এই প্রতিবেদনে রইল ইডেন টেস্টের প্রথম দিনে মাঠে আসা দর্শকরা কী দেখতে চলেছেন
১) সেনাবাহিনীর প্য়ারাট্রুপার ইডেন গার্ডেন্সের পিচে প্য়ারাশুটে করে নেমে আসবে। টসের আগে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও বাংলাদেশের ক্য়াপ্টেন মোমিনুল হকের হাতে গোলাপি বল তুলে দেওয়া হবে।
২) এরপরেই সাম্প্রতিক প্রথা মেনে ইডেন বেল বাজাবেন সেদিনের আমন্ত্রিত দুই ভিভিআইপি অতিথি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বেল বাজিয়ে ইডেন টেস্টের শুভারম্ভ করবেন।
৩) ২০ মিনিটের চা-ব্রেকে দুই দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে উপস্থিত থাকবেন ক্রীড়া জগতের নক্ষত্ররা। বাউন্ডারি লাইন ধরে বিশেষ এক প্রকারের গাড়িতে তারা মাঠে চক্কর দেবেন।
আরও পড়ুন-দিন-রাতের টেস্ট: রাহানের শয়নে স্বপনে গোলাপি বল, মস্করা কোহলি-ধাওয়ানের
৪) ৪০ মিনিটের সুপার ব্রেকে থাকছে সিএবি-র বিশেষ নিবেদন। টক শো করবেন ভারতীয় ক্রিকেটের 'ফ্য়াবুলাস ফাইভ'। অংশ নেবেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়, শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে ও ভিভিএস লক্ষ্মণরা। অবধারিত ভাবে উঠে আসবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সৌরভের নেতৃত্বে ২০০১ সালে টেস্ট জয়ের কথা।
৫) সিএবি এদিন দেশের একাধিক ক্রীড়া ব্য়ক্তিত্বদের সম্মানিত করবে। তেন্ডুলকর ছাড়াও থাকবেন অলিম্পিক সোনা জয়ী অভিনব বিন্দ্রা, টেনিসের গ্ল্য়াম গার্ল সানিয়া মির্ডা, বিশ্ব ব্য়াডমিন্টন চ্য়াম্পিয়ন পিভি সিন্ধু ও ছ'বারের বক্সিং চ্য়াম্পিয়ন এমসি মেরি কম।