IIPL 2025: ইডেন গার্ডেন্সের উইকেট যে স্পিন সহায়ক হবে, সেই ব্যাপারে কোনও দ্বিমত থাকতে পারে না। কিন্তু, এ কী! মঙ্গলবার (৮ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম লখনউ সুপার জায়ান্টস ম্য়াচে পাওয়ারপ্লে পর্যন্ত সেই চেনা স্পিনের কোনও ঝাঁঝ দেখতে পাওয়া গেল না।
ম্য়াচ শুরুর আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তী ব্যাটার ইডেনের পিচ নিয়ে বিশ্লেষণ করলেন। তিনি আগেই পূর্বাভাস করেছিলেন, এই উইকেটে কিন্তু যথেষ্ট রান উঠবে। উইকেটের উপরে যথেষ্ট কম ঘাস রয়েছে। ফলে উইকেট যে পাটা হয়েছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। যে সামান্য় ঘাস রয়েছে, সেটাও বেশ শক্ত। সেকারণে আপাতত দুর-দুরান্ত পর্যন্ত ইডেনের উইকেটে স্পিন দেখতে পাওয়া যাচ্ছে না। বদলে রানের সুনামি কার্যত আছড়ে পড়েছে।
এই ম্য়াচে কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, পাওয়ার প্লে চলাকালীন কেকেআর বোলাররা কোনও উইকেট শিকার করতে পারেননি। এমনকী, পঞ্চম ওভারে বরুণ চক্রবর্তীর হাতেও বল তুলে দিয়েছিলেন রাহানে। কিন্তু, তিনিও আশার আলো দেখাতে পারেননি।
১০ ওভার শেষে লখনউয়ের রান
আপাতত ১০ ওভারের খেলা হয়ে গিয়েছে। দশ ওভার শেষে লখনউ সুপার জায়ান্টস বিনা উইকেটে ৯৫ রান করেছে। দশম ওভারে লখনউ ৭ রান তোলে। এইডেন মার্করাম ২৬ বলে ৪৩ রান করেছেন। মিচেল মার্শ ৩৪ বলে করেছেন ৪৮ রান। LSG ব্রিগেড আরও একটা দুর্দান্ত শুরুয়াত করেছে। আশা করা হচ্ছে, এই ম্য়াচে লখনউ বড় রান করতে পারবে। বাকি ১০ ওভারে আর কত রান ওঠে, সেটাই দেখার।