Advertisment

Eden Hazard: সুকৌশলে রিয়ালে যাওয়ার ইঙ্গিত দিলেন

ইডেন হ্যাজারের ফোকাস এবার ক্লাবের দিকে। চেলসির স্টার ফুটবলারের পরের স্টেশন কি তাহলে রিয়াল মাদ্রিদ? ম্যাচ শেষে সুকৌশলে এমনটাই ইঙ্গিত দিয়ে দিলেন অ্যাজার।

author-image
IE Bangla Web Desk
New Update
Eden Hazard

সুকৌশলে রিয়ালে যাওয়ার ইঙ্গিত দিলেন অ্যাজার

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন বেলজিয়ামের ক্যাপ্টেন ইডেন অ্যাজার। সেদেশের সোনালী প্রজন্মের মান রেখেছেন তিনি। হয়তো বিশ্বকাপ ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি অ্যাজার অ্যান্ড কোং-এর। কিন্তু রাশিয়ায় ছাপ রেখেছে বেলজিয়াম।

Advertisment

এমনকি  শনিবার সেন্ট পিটার্সবার্গে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ইংল্যান্ডকে দু’গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে বেলজিয়াম। থমাস মিউনিয়ারের সঙ্গে গোল পেয়েছেন অ্যাজারও। ছ’ম্যাচে তিন গোল করেছেন অ্যাজার। করিয়েছেন দু’টি।

আরও পড়ুন: FIFA World Cup 2018, Belgium Vs England: বেলজিয়ামের সোনালী প্রজন্ম থামল ব্রোঞ্জে

এহেন হ্যাজারের ফোকাস এবার ক্লাবের দিকে। চেলসির স্টার ফুটবলারের পরের স্টেশন কি তাহলে রিয়াল মাদ্রিদ? ম্যাচ শেষে সুকৌশলে এমনটাই ইঙ্গিত দিয়ে দিলেন অ্যাজার। স্ট্যামফোর্ড ব্রিজ ছেড়ে এবার স্যান্টিয়াগো বার্নাব্যুতেই পা বাড়াতে চলেছেন অ্যাজার। এমনটই মনে করছে ফুটবলমহলের একাংশ। যদিও বেশ কয়েক বছর ধরে অ্যাজার রিয়ালে আসবেন বলে শোনা যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত তিনি নীল জার্সিতেই মাঠে নেমেছেন।

ইংল্যান্ড ম্যাচের শেষে অ্যাজার বলছেন, “ চেলসিতে অসাধারণ ছ’টা বছর কাটানোর পর সময় এসেছে অন্য কিছু ভাবার। আমার চেলসিতে থাকা আর না-থাকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ক্লাবকেই নিতে হবে। ওরা যদি আমাকে ছেড়ে দেয়, তাহলে আপনারা জানেন আমার পছন্দের ডেস্টিনেশন কোনটা।” নাম না-করেই রিয়ালের কথাই বললেন অ্যাজার। একথা প্রায় প্রত্যেকেরই জানা যে, অ্যাজার চেলসির ছেড়ে  রিয়ালেই আসতে চেয়েছেন বারবার।রোনাল্ডো জুভেন্তাসে চলে যাওয়ার পর এখনও কোনও তারকা ফুটবলারকে নেয়নি রিয়াল মাদ্রিদ। তাহলে কি অ্যাজারই আসতে চলেছেন রিয়ালে? উত্তর দেবে সময়।

Advertisment