IPL 2025: Eden Gardens Curator’s Grand Plan with 100 Soldiers! আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচের আগে ইডেন গার্ডেনসে এখন এক অভূতপূর্ব প্রস্তুতি চলছে। মাঠের কিউরেটর একশো জন গ্রাউন্ড স্টাফ নিয়ে তৈরি করছেন বাইশ গজের এক চমকপ্রদ পিচ! কিন্তু কেন এত আয়োজন?
কারণ, এবারের আইপিএল উদ্বোধনে একাধিক চমক থাকছে, যার মধ্যে অন্যতম ইডেনের পিচ। টুর্নামেন্টের শুরুতেই ব্যাটসম্যান-বোলারদের জন্য এক পারফেক্ট ব্যালান্সড পিচ তৈরি করতে নিরলস পরিশ্রম করছেন কিউরেটর ও তার দল। কিন্তু, সে তো আগেই সারা হয়ে গিয়েছিল। আসলে গতকাল থেকে প্রাকৃতিক দুর্যোগে তৈরি মাঠ এবং পিচের হাল কিছুটা হলেও খারাপ হয়েছে। অত্যাধুনিক ত্রিপল দিয়ে মাঠ এবং উইকেট বাঁচানোর চেষ্টা হয়েছে বটে। কিন্তু, তাতেও সবটা পারা যায়নি। মাঠের জল শুকিয়ে তাকে খেলার উপযুক্ত করা। পিচকে পারফেক্ট ব্যালান্সড করা- এগুলো ফের নতুন করে করতে হচ্ছে। সবচেয়ে বড় কথা, ম্যাচ শুরুর আগে এই মাঠেই রয়েছে আইপিএলের বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান।
এই ব্যাপারে ইডেনের এক অভিজ্ঞ মাঠকর্মী সাংবাদিকদের বলেছেন, 'এবারের পিচ গতিময় করার কথা। তবে, স্পিনাররাও বাড়তি টার্ন পাবে এই পিচে। এমন ভারসাম্যপূর্ণ উইকেট বানানোর জন্য এবং রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ নজর দিতেই হয়। আর পিচ কিউরেটরের সঙ্গে ১০০ জনের বিশাল দলটা এতদিন দিনরাত সেই কাজটাই করেছে। আর, এখন আচমকা প্রাকৃতিক দুর্যোগ চলে আসায় ফের কিছু কাজ নতুন করে করতে বাধ্য হচ্ছে।'
কলকাতার দর্শকদের জন্য এই পিচ বিশেষ আকর্ষণ হতে চলেছে, একথা আর বলার অপেক্ষা রাখে না। এমনিতেই ইডেনের পিচ বরাবরই রহস্যের আবরণে মোড়া থাকে বলে অভিযোগ। বহুবার হেরে যাওয়া দলগুলো এই মাঠের পিচের বিরুদ্ধে নানা অভিযোগ জানিয়েছে। আর, আইপিএলে সেই মাঠ আর পিচ কেকেআরের হোম গ্রাউন্ড। সেখানেই আবার এবারের আইপিএলের প্রথম ম্যাচ। কেকেআর গতবারের আইপিএল চ্যাম্পিয়ন। যথারীতি এই পিচ নিয়ে উত্তেজনা তাই ইতিমধ্যে তুঙ্গে উঠেছে।
আরও পড়ুন- ইডেনে ম্যাচের ভাগ্য নির্ধারক বৃষ্টিই? কেকেআর-আরসিবি ম্যাচ শেষ কখন শুরু করা যাবে, নিয়মটাই বা কী!
আজ বিরাট কোহলির মত কিংবদন্তিরা এই পিচে খেলবেন। ভবিষ্যতে খেলবেন রোহিত শর্মা থেকে শুরু করে বিশ্বের সেরা ক্রিকেটাররা চলতি আইপিএলেই। এই অবস্থায় এবারের পিচে কী নতুনত্ব থাকছে, তা দেখার জন্য মুখিয়ে আছেন ক্রিকেটার থেকে দর্শক, সকলেই! সবারই প্রশ্ন এবারের পিচ ব্যাটিং স্বর্গ, না কি বোলারদের জন্য দুঃস্বপ্ন? যার উত্তর মিলবে আজ সন্ধ্যায়, আইপিএল ২০২৫-এর প্রথম বল গড়ানোর পর!