scorecardresearch

নিজেদের জালেই গোল দিলেন ব্রাজিলের মিলিটাও! এল ক্ল্যাসিকোয় বার্সায় বিধ্বস্ত রিয়েল

এল ক্ল্যাসিকোয় এবার বাজিমাত বার্সেলোনার

নিজেদের জালেই গোল দিলেন ব্রাজিলের মিলিটাও! এল ক্ল্যাসিকোয় বার্সায় বিধ্বস্ত রিয়েল

কোপা দেল রে-র সেমিফাইনালের প্ৰথম পর্বে বার্সেলোনা হারিয়ে দিল রিয়েল মাদ্রিদ। রিয়েল নিজেদের ঘরের মাঠ স্যান্টিয়াগো বার্নাব্যূতে হেরে বসল ০-১’এ। বিরতির আগেই আত্মঘাতী গোল করে যান এডের মিলিশাও।

ম্যাচে দুই দলই সেরকম সুযোগ তৈরি করতে পারেনি। রিয়েল বল পজেশনে এগিয়ে থাকলেও বার্সার ডিফেন্সকে টপকাতে পারছিল না। ২৬ মিনিটে রিয়েলের কামাভিঙ্গা বল পজেশন হারিয়ে ফেলেন। বার্সেলোনার মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসিচ রিয়েল বক্সে হানা দেন। বল ক্লিয়ার করতে গিয়ে মিলিশাও নিজেদের জালেই বল জড়িয়ে দেন। প্ৰথমে গোল অফসাইডের জন্য বাতিল হলেও রিভিউয়ে গোল হিসাবে বিবেচিত হন।

আরও পড়ুন: ১.৭৩ কোটির সোনার আইফোন বিশ্বকাপজয়ী ৩৫ আর্জেন্টিনীয়কে! মেসির চোখধাঁধানো উপহারে ছিটকে গেল সবাই

১২ মিনিটেই করিম বেঞ্জিমা মাদ্রিদকে এগিয়ে দেন। তবে অফসাইডের জন্য বাতিল হয় সেই গোল। ৭৪ মিনিটে কেসিচ বার্সার হয়ে প্রায় দ্বিতীয় গোল করে গিয়েছিলেন। তবে কেসিচের বার্সা সতীর্থ আনসু ফাতির পায়ে লেগে বল দিক পরিবর্তন করে।

লা লিগায় আলমেইরার কাছে ০-১ হেরে খেলতে নেমেছিল বার্সা। দলের একাধিক তারকাকে চোট-আঘাতের জন্য পাননি কোচ জাভি। পেদ্রি, রবার্ট লেওয়ানডস্কি, ডেমবেলে যেমন খেলেননি তেমন সেন্ট্রাল ব্যাক আন্দ্রেস ক্রিশ্চিয়ানসেনকেও পাওয়া যায়নি। অন্যদিকে, রিয়েল মাদ্রিদও চোটের জন্য পায়নি সেন্ট্রাল ব্যাক ডেভিড আলাবা এবং লেফট ব্যাক ফারল্যান্ড মেন্ডিকে। রড্রিগো দলে ফিরলেও একাদশে জায়গা পাননি।

চলতি মাসের ১৯ এবং এপ্রিলের ৫ তারিখে যথাক্রমে লা লিগা এবং কোপা ডেল রের ফিরতি পর্বে মুখোমুখি হবে দুই দল। এদিনই আবার লিওনেল মেসি এবং সের্জিও রামোসকে পেরিয়ে সবথেকে বেশি এল ক্ল্যাসিকো খেলার নজির গড়ে ফেললেন বার্সা অধিনায়ক বুসকেতস।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Eder militao own goal help barcelona pip through real madrid in copa del rey semifinal first leg