Advertisment

ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ এবার কিংবদন্তি জেরার্ডের 'বস'! আটকানোর ছক কষবেন রোনাল্ডোকে

সেরার সেরা কোচেদের সারিতে ইস্টবেঙ্গলের প্রাক্তন গুরুও

author-image
Subhasish Hazra
New Update
NULL

গেঁয়ো যোগী ভিখ পায় না! এমনই প্রবাদ এবার ভারতীয় ফুটবলে। ভারতীয় ফুটবলে কোচিং করিয়ে যাওয়া অন্যতম সফল কোচেদের অন্যতম তিনি। এলকো স্যাতোরি এবার আগামী সিজনের জন্য টেকনিক্যাল ডিরেক্টর হলেন সৌদি প্রো লিগের বিখ্যাত ক্লাব আল ইত্তিফাক এফসির। যে ক্লাবের কোচ স্বয়ং কিংবদন্তি স্টিভেন জেরার্ড।

Advertisment

সৌদি লিগ এখন গোটা বিশ্বের নজরে। রোনাল্ডো আল নাসেরে সর্বকালের সেরা চুক্তিতে যোগ দেওয়ার পরেই নামি ফুটবলারদের যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। করিম বেনজিমা, এনগোলো কঁতে, রুবেন নাভাস, তালিস্কা, জোটা, ইগালহো, সেমেদুদের মত ইউরোপ কাটানো তারকাদের ঠিকানা এখন সৌদি প্রো লিগ।

সেই বিখ্যাত লিগেই এবার টেকনিক্যাল ডিরেক্টর হলেন স্যাটোরি। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে সোমবার রাতেই কনফার্ম করলেন ডাচ কোচ। ভারতীয় ফুটবলে স্যাটোরির আর্বিভাব ইউনাইটেড এফসির কোচ হিসেবে। টানা দু-বছর ইউনাইটেডে কোচিং করানোর পর এক মরশুম কোচিং করান ইস্টবেঙ্গলেও। আইএসএল-এ নর্থ ইস্ট ইউনাইটেড, কেরালা ব্লাস্টার্স-এ কোচিং করিয়েছেন। তবে প্রত্যাশিত সাফল্য পাননি।

ঘটনাচক্রে মধ্যপ্রাচ্যের ফুটবলে স্যাটোরি অবশ্য নতুন নন। আল জাজিরা, আল সাব, মাস্কট ক্লাব, আল রিফা, আল খলিজ, ফাঞ্জা-র মত মধ্যপ্রাচ্যের একাধিক নামি ক্লাবে সহকারী বা প্রধান কোচ বা যুব দলের হেড স্যার হিসাবে কাজ করেছেন। সৌদি লিগের আল ইত্তিফাক এফসিতে এর আগে পাঁচ দফায় কোচিং করিয়েছেন। কখনও যুব দল, কখনও কেয়ারটেকার কোচ কখনও প্রধান কোচ হয়েছেন।

এবার ষষ্ঠবার ক্লাবে নিযুক্ত হলেন টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে। স্টিভেন জেরার্ডের সঙ্গে দলের হাল ধরছেন তিনি। জেরার্ড-স্যাটোরির ইত্তিফাক এফসি এবার নক্ষত্র খচিত দল। ব্রাজিলের পাওলো ভিক্টর, মার্সেল ত্রিসার্ড, ভেলকস্কি, ভিতিনহো, রবিন কোয়াইসো সবাই খেলবেন ইত্তিফাকের জার্সিতে। জেরার্ডের মতই লিভারপুলের অন্য সুপারস্টার সাদিও মানেও যোগ দিতে চলেছেন ইত্তিফাকে।

সবমিলিয়ে, এলকো অন্য উচ্চতায় নিয়ে গেলেন নিজের কোচিং কেরিয়ার।

Eastbengal East Bengal saudi arabia Indian Football East Bangal ISL East Bengal Club
Advertisment