খোলনলচে বদলে ফেলা হল ইমামি ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট। মাঠে কোচ সহ পুরো দলই বদলে ফেলা হয়েছে। এবার মাঠের বাইরের টিম বদলে ফেলা হল। ইমামি দায়িত্ব নেওয়ার পর পেশাদার কর্পোরেট ছোঁয়ায় দল পরিচালনা করতে চাইছে। তাই পেশাদারদেরই নির্দিষ্ট দায়িত্বে নিয়োগ করা হচ্ছে।
বৃহস্পতিবার যেমন ইস্টবেঙ্গলের সিওও পদে নিয়ে আসা হল রাসেল পিন্টোকে। এর আগে যিনি নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে যুক্ত ছিলেন। এএফসিতে ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া এখনও সম্পূর্ণ নয়। রাসেল পিন্টো দায়িত্ব নিয়ে সেই বিষয়টি সম্পন্ন করবেন।
আরও পড়ুন: চার বছর আগে ডগলাসের প্রস্তাবিত ফুটবলারকে পাত্তাই দেয়নি! ফর্ম হারানো সেই তারকাই স্টিফেনের ইস্টবেঙ্গলে
স্পোর্টস ম্যানেজমেন্টের কৃতি ছাত্র রাসেল পিন্টো। শুধু ফুটবল নয়, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ একাধিক ক্ষেত্রে কাজ করেছেন তিনি। মুম্বই টি২০ লিগের আয়োজক হিসাবে যেমন যুক্ত থেকেছেন, তেমন প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে গুয়াহাটি ভেন্যুতে স্পোর্টস কনসালটেন্ট হিসাবে কাজ করেছেন। ২০১৭-য় খেলো ইন্ডিয়া, প্রো কবাডি লিগে সম্প্রচারকারী স্টার স্পোর্টসের হয়ে দেখা গিয়েছে।
আইপিএলে রাজস্থান রয়্যালস, কিংস ইলেভেন পাঞ্জাব দলের ম্যানেজমেন্ট স্টাফ হিসাবে কাজ করেছেন।
আরও পড়ুন: এই তিন তারকাই এবার ট্রাম্প-কার্ড স্টিফেনের! লাল-হলুদ জার্সিতে মন মাতাতে পারেন এঁরা
কয়েকদিন আগেই মেরাকি স্পোর্টসের কর্ণধার নম্রতা পারেখকে সিইও হিসাবে ইমামি কর্তৃপক্ষ নিয়োগ করেছে। গ্রাউন্ড কন্টেন্ট এবং সোশ্যাল একজিকিশন বিভাগে দায়িত্ব নিচ্ছেন অনুরাগ সাইকিয়া। মিডিয়া ম্যানেজার হয়েছেন রীতম বসু। টিমের অফিসিয়াল ফটোগ্রাফার নিখিল পাতিল।
সবমিলিয়ে, পেশাদারি এই ম্যানেজমেন্ট টিম ইস্টবেঙ্গলের সাফল্যে কতটা অবদান রাখতে পারে, সেটাই আপাতত দেখার।