/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/ferrando-east-bengal.jpg)
ইস্টবেঙ্গলের চার বিদেশি ইতিমধ্যেই পাকা। গত মরসুমে খেলা ক্লেইটনের সঙ্গে থাকছেন স্টপার ইভান গঞ্জালেজ। সূত্রের খবর ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছে হায়দরাবাদের জার্সিতে গত সিজনে খেলা জেভিয়ের সিভেরিও এবং বোরহা হেরেরার। সেন্ট্রাল ডিফেন্ডার এবং মিডফিল্ডার পজিশনের বাকি দুই বিদেশির খোঁজে রয়েছে লাল-হলুদ কর্তারা।
সবকিছু ঠিকঠাক থাকলে ইস্টবেঙ্গলের জার্সিতে এবার দেখা যেতে পারে এ লিগের সুপারস্টার জেমস দোনাচিকে। ফুটবল এক্সপ্রেস-এর প্রতিবেদনে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। সিডনি এফসিতে খেলা এই স্টপার আগামী সিজনে জুটি বাঁধতে চলেছেন ইভান গঞ্জালেজের সঙ্গে। কথাবার্তা নাকি অনেকটাই এগিয়েছে। এমনটাই বলা হয়েছে। তিনি যোগ দিলে সম্ভবত এশীয় কোটার ফুটবলার হিসাবেই লাল-হলুদে যোগ দেবেন। দোনাচির সঙ্গে সিডনি এফসির চুক্তি শেষ হচ্ছে আগামী মাসেই। তারকা ডিফেন্ডারের একাধিক আইএসএল ক্লাব কথাবার্তা চালাচ্ছে। ইস্টবেঙ্গলের সঙ্গে এ লিগ জয়ী ডিফেন্ডারকে পেতে ইচ্ছুক কেরালা-ও।
আরও পড়ুন: ISL চ্যাম্পিয়ন তারকা বিদেশিই এবার কুয়াদ্রাতের সহকারী, ইস্টবেঙ্গলে চমকের পর চমক
অস্ট্রেলিয়ার সমস্ত বয়সভিত্তিক যুব দলের হয়ে খেলা তারকা অজি লিগের অন্যতম নামি মুখ। ২০১০/১১ এবং ২০১১/১২ সিজনে টানা দুবার অস্ট্রেলিয়ান ইউথ লিগের সেরা প্রতিভার সম্মান পেয়েছিলেন। যুব পর্যায়ে ফুটবলে হাতেখড়ি হয়েছিল ব্রিসবেন রোরের হয়ে। সেই দলের সিনিয়র দলের হয়ে নাম লেখান ২০১২-এ।
28 Year Old Sydney Fc Defender James Donachie Is Said To Be Coming Back To ISL, He Have Generated Interests From Couple Of ISL Sides And It Includes KBFC Too, His Current Contract Will Expire Next Month, He Was Also Former Fc Goa Defender🟡🔵
Source In The Next Thread Below👇🏻 pic.twitter.com/PfAdt20OAu— Junius Dominic Robin (@JuniTheAnalyst) May 10, 2022
প্ৰথম সিজনেই এ লিগ চ্যাম্পিয়ন হন জেমস দোনাচি। ২০১৪-য় দ্বিতীয়বার ব্রিসবেন রোরের জার্সিতে চ্যাম্পিয়ন হন। ২০১৬-য় দোনাচি নাম লেখান মেলবোর্ন ভিকট্রি-তে। দক্ষিণ কোরিয়ান দল জিওনাম ড্রাগনস-এর ছয় মাসের লোন স্পেল বাদ দিলে মেলবোর্নের ক্লাবটির অপরিহার্য অংশ হয়ে উঠেছিলেন তিনি। ২০১৯/২০ সিজনে ক্লাবের বর্ষসেরা ফুটবলারের তকমাও পান।
East Bengal FC are in talks with Australian defender James Donaiche #EastBengalFC #HeroISL #indianfootball pic.twitter.com/E7RW0kMu03
— Football Express India (@FExpressIndia) May 20, 2023
মেলবোর্ন ভিকট্রি ছাড়ার পর দোনাচি যোগ দেন নিউক্যাসেল জেটস-এ। তিন বছরের চুক্তিতে থাকার সময়েই তিনি ২০২০/২১ সিজনে লোনে খেলে গিয়েছেন এফসি গোয়ায়। হুয়ান ফেরান্দোর এফসি গোয়ার অন্যতম অস্ত্র হয়ে উঠেছিলেন তিনি। আইএসএল-এর দলের জার্সিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও অংশ নিয়েছেন তিনি। গ্রুপ পর্যায়ে সেবার গোয়া তৃতীয় স্থানে ফিনিশ করে। এবার নিজের প্রাক্তন কোচ ফেরান্দোর সঙ্গে রিইউনিয়ন ঘটতে পারে দোনাচির, শহর-তুতো প্রতিপক্ষ হিসাবে।
যাইহোক, গোয়ার লোন পর্ব শেষের পরেই দোনাচির সঙ্গে চুক্তি খতম হয় জেটস-এর। গত দু-বছর ধরে সিডনি এফসির হয়ে খেলছেন তিনি। সবমিলিয়ে দীর্ঘ একদশক ধরে এ লিগের প্রায় সমস্ত বড় দলের হয়ে ১৫৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
দোনাচির আগমনে কী ভরসা পাবেন লাল-হলুদ সমর্থকরা, সময়ই বলবে।