Advertisment

ইলিশ-চিংড়ির স্বাদে মাত মার্টিনেজ, কলকাতার বাঙালিয়ানায় আপ্লুত বিশ্বজয়ী

বাঙালি ডিশ চেটেপুটে খেয়েছেন মার্টিনেজ

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কলকাতায় দুদিনের সফর শেষ এমিলিয়ানো মার্টিনেজ। আপাতত লন্ডনে ফিরে গিয়েছেন তিনি। সদ্য বিশ্বকাপজয়ীকে দেখতে ভেঙে পড়েছিল কলকাতা। টিকিটের জন্য হাহাকার, মিলনমেলায় বিশৃঙ্খল পরিস্থিতি, বাগান তাঁবুতে আবেগ- সবকিছুই নিজের চোখে দেখেছেন বিশ্বের বর্তমানে সবথেকে আলোচিত গোলকিপার। মিলনমেলা প্রাঙ্গণে মার্টিনেজ লাল-হলুদ, সবুজ মেরুন জার্সি মিলিয়ে দিয়েছেন। একদিকে দেবব্রত সরকার, অন্যদিকে, দেবাশিষ দত্তকে পাশে বসিয়ে ময়দানের দুই প্রধানকে একই ব্র্যাকেটে হাজির করে দিয়েছেন।

Advertisment

আর কলকাতা সফর কালে চেটেপুটে উপভোগ করেছেন নিখাদ বাঙালিয়ানা। বাংলার ডিশে মন মজে রয়েছে মার্টিনেজের। সপ্তপদী রেস্তোরাঁয় আর্জেন্টিনীয় কিংবদন্তি হাজির হয়েছিলেন।

সেখানেই ডাব-চিংড়ি থেকে পোলাও, ইলিশের পাতুরি, সন্দেশ, রসগোল্লা, পটলের দোরমার বাঙালি থালি রাখা হয়েছিল মার্টিনেজের কাছে। তিনি ইস্ট-মোহন কোনও শিবিরকেই হতাশ করেননি। ইলিশের মতই চেটেপুটে উপভোগ করেছেন চিংড়ির স্বাদ।

মার্টিনেজকে কলকাতায় নিয়ে আসার প্রধান কারিগর শতদ্রু দত্ত ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলছিলেন, "ইলিশ-চিংড়ি দুটোই মন ভরে খেয়েছে এমি। চিংড়ির খোলা ছাড়িয়ে খেয়েছে। কাঁটা কম রেখে ইলিশ দেওয়া হয়েছিল ওঁকে। তৃপ্তি সহকারে খেয়েছে ও।"

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই দলের একাধিক তারকা একদশক আগে ঘুরে গিয়েছেন কলকাতায়। ভেনেজুয়েলার সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। মেসি-দি মারিয়ারা আগেই কলকাতার বাঙালিয়ানায় মজেছিলেন। এবার সেই তালিকায় যোগ হল মার্টিনেজের নাম-ও।

kolkata news bengali culture Argentina
Advertisment