Advertisment

শ্রীলঙ্কার টিম বাসে বুলেটের শেল! কোহলির শততম টেস্টের আগে বেনজির বিতর্ক মোহালিতে

মোহালিতে শততম টেস্টে খেলতে নামছেন কোহলি। তার আগেই বড়সড় বিতর্ক হাজির শ্রীলঙ্কান টিম বাসকে ঘিরে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মার্চের ৪ তারিখ থেকে মোহালিতে শুরু হচ্ছে প্ৰথম টেস্ট। আর সেই টেস্ট সিরিজ শুরুর আগেই বিতর্ক। শ্রীলঙ্কান টেস্ট দল ইতিমধ্যেই মোহালি স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছে। লঙ্কান ক্রিকেটারদের রাখা হয়েছে আইটি পার্কের কাছে একটি হোটেলে। সেই হোটেল থেকে পাঞ্জাব ক্রিকেট সংস্থার মোহালি স্টেডিয়ামে যে বাসে করে ক্রিকেটারদের বহন করা হচ্ছে, সেই বাসেই এবার মিলল খালি বুলেটের কার্তুজ।

Advertisment

চন্ডীগর পুলিশ বাসে বুলেটের শেল খুঁজে পাওয়ার পরই তুঙ্গে বিতর্ক। পুলিশের তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত মালিকানাধীন তারা ব্রাদার্স (সেক্টর ১৭) ট্রান্সপোর্টার কোম্পানির তরফে সেই বাস ভাড়া করা হয়েছিল। ললিত হোটেল থেকে বাসে চড়ার ঠিক আগে বাসে রুটিন চেক আপ চলছিল। সেই সময়েই পুলিশের নজরে আসে বুলেটের শেল।

আরও পড়ুন: মারণ আঘাতে হাসপাতালে ভর্তি ঈশান! প্রবল দুর্যোগে টিম ইন্ডিয়া

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "মেটাল ডিটেক্টর এবং অন্যান্য অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে বাসের রুটিন চেক আপের সময় খালি বুলেটের শেল নজরে আসে। বাসের লাগেজ কম্পার্টমেন্টে শেলগুলো রাখা ছিল। ক্রিকেটারদের জন্য ভাড়া নেওয়ার আগে এই বাস কিছুদিন আগে স্থানীয় এক বিয়েতে ব্যবহৃত হয়েছিল। বাস চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"

আইটি পার্ক পুলিশ থানায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটা অভিযোগ দায়ের করেছে। প্ৰথম টেস্টের আগে মোহালিতে ভারত-শ্রীলঙ্কা দুই দলই চূড়ান্ত অনুশীলনে ব্যস্ত। এই টেস্টেই বিরাট কোহলি ১০০তম টেস্টে খেলতে নামবেন।

Punjab Police Sri Lanka Cricket News
Advertisment