ENG vs PAK t20 series 2024: টি২০ ওয়ার্ল্ড কাপের আগে নিজেদের প্রস্তুতি ভালভাবেই সেরে রাখল ইংল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজের প্ৰথম ম্যাচ বৃষ্টিতে বানচাল হয়ে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ইংরেজদের সামনে শোচনীয় দশা হল পাকিস্তানের। এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে ইংল্যান্ড জয়লাভ করল ২৩ রানের ব্যবধানে।
শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে মারকাটারি ব্যাটিং করে যান জস বাটলার (৫১ বলে ৮৪)। মহম্মদ আমির, শাহিন আফ্রিদির নতুন বলের আক্রমণ সামলে দুর্ধর্ষভাবে চড়াও হন ইংরেজ ক্যাপ্টেন। এই ম্যাচেই ইওন মর্গ্যানকে সবথেকে বেশি টি২০ খেলা ইংরেজ হিসাবে ছুঁয়ে ফেললেন বাটলার। সেই সঙ্গে তিনি টি২০ আন্তর্জাতিকে ৩০০০ রানের রেকর্ডও স্পর্শ করলেন শনিবার।
বাটলারকে ইনিংস গড়ার কাজে যোগ্য সহায়তা করেন জনি বেয়ারস্টো এবং উইল জ্যাকস। তবে শেষদিকে আচমকা ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ডের ২০০ প্লাস স্কোর করা হয়নি। ১৪৪-২ থেকে ইংল্যান্ড মাত্র ৫ ওভারের মধ্যে ১৮৩/৭ হয়ে যায়। ওপেনিং স্পেলে দুরন্ত বোলিং করেন মহম্মদ আমির এবং শাহিন আফ্রিদি। দুজনে মিলিতভাবে পাঁচ উইকেট দখল করেন। তবে লেগ স্পিনার শাদাব খান ৪ ওভারে কোনও উইকেট না হারিয়েই ৫৪ রান খরচ করে বসেন।
জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই মহম্মদ রিজওয়ান এবং সাইম আয়ুবকে হারায় পাকিস্তান। তারপর তৃতীয় উইকেটে পাকিস্তানকে উদ্ধার করে বাবর আজম এবং ফখর জামান জুটি। দুজনে ৫৩ রান যোগ করে যান। ৩২ রানে বাবরকে লেগ বিফোর করে ইংল্যান্ডকে ব্রেকথ্রু এনে দেন মঈন আলি। ফখর জামান প্রতি আক্রমণে পাকিস্তানের আশা বাঁচিয়ে রেখেছিলেন। তবে চড়চড় করে বাড়তে থাকা আস্কিং রেট এবং অন্য প্রান্তের উইকেট পতনের মুখে ফখর শেষমেষ উইকেট দিয়ে বসেন ২১ বলে ৪৫ করে।
কিস্তান একসময় ১০০/৬ হয়ে গিয়েছিল। শেষদিকে ম্যাচে সামান্য হলেও প্রাণ সঞ্চার করে যান ইফতিকার আহমেদ এবং ইমাদ ওয়াসিমের পার্টনারশিপ। দুজনে বিগ হিট করছিলেন। তবে রিস টপলি শেষমেশ ফেরান মারমুখী ইফতিকারকে। তারপর বাকিরা আর প্রতিরোধ করতে পারেনি। চোট সারিয়ে ফিরে এসে জোফ্রা আর্চার ২ উইকেট শিকার করলেন।
সিরিজের তৃতীয় ম্যাচ খেলা হবে কার্ডিফে।