ENG vs PAK t20 series 2024: পাকিস্তানের কাছে ইংল্যান্ড সিরিজ মোটেই সুখবর বয়ে আনল না। চতুর্থ এবং ফাইনাল টি২০-তে পাকিস্তানকে ৭ উইকেটে দুরমুশ করল ইংল্যান্ড। চার ম্যাচের সিরিজ ইংল্যান্ড জিতল ২-০ ব্যবধানে।
টসে জিতে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ব্যাটিং করতে পাঠিয়েছিলেন পাকিস্তানকে। পাকিস্তান স্কোরবোর্ডে ১৫৭ তোলার পর ২৭ বল হাতে নিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ইংরেজরা।
এই সিরিজের দুই ম্যাচই বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এতে দুই দলের বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। জাইহকজ পাকিস্তান শুরুটা মন্দ করেনি। পাওয়ার প্লেতে কোনও উইকেট না হারিয়েই বাবর আজমরা ৫৯ তুলে দিয়েছিল। জোফ্রা আর্চার বাবরকে (২২ বলে ৩৩) ফেরত পাঠান।
আরও পড়ুন: এই বিশ্বকাপই শেষবার! আর দেখা যাবে না একের পর এক তারকাকে, রয়েছেন নাইট সুপারস্টারও
এরপরেই হঠাৎ করে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। নয় বলের মধ্য তিন উইকেট হারায় পাকিস্তান। ৮৩/২ থেকে পাকিস্তান আচমকা ৮৬/৫ হয়ে যায়। ১০.৪ ওভারের মাথায় যখন বৃষ্টি নামে, তখন পাকিস্তান ৯১/৫।
ম্যাচ শুরু হওয়ার পর আবার-ও ধাক্কা। লিয়াম লিভিংস্টোন এক ওভারে কোনও রান খরচ না করে জোড়া উইকেট শিকার করে যান। লং অনে ক্রিস জর্ডনের হাতে দুরন্ত ক্যাচের শিকার হয়ে আউট হন উসমান খান। ফিল্ডিংয়ে অপ্রতিরোধ্য ছিল ইংল্যান্ড। পুরো ২০ ওভার ব্যাট করার আগেই পাকিস্তান অলআউট হয়ে যায়।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড পাওয়ার প্লেতেই ৭৮/০ তুলে দেয়। তবে ডিপে এরপরে হ্যারিস রউফের বলে ক্যাচ দিয়ে ফেরেন ফিল সল্ট। হ্যারিস রউফ ৩.৩ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। তিন নম্বরে ব্যাট করতে নামানো হয় উইল জ্যাকসকে। জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুকেরও আগে। জ্যাকস ২০ করেন।
টি২০ বিশ্বকাপে ফেভারিট হিসাবেই ক্যারিবিয়ান মুলুকে পা রাখবে ইংল্যান্ড দল। স্বস্তিতে জস বাটলার। বলে দিয়েছেন, "দলের পরিবেশ বেশ ভালো। সকলেই পারফর্ম করছে।"